Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

১৭২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

রবিবার, অক্টোবর ২৪, ২০২১

/ by DNN24LIVE

ইনিংসের শেষ বলে চার হাকালেন মুশফিক। চামিরার বলে মুশফিকের এই প্যাডল সুইপ যেন পুরো ইনিংসের হাইলাইটস। ৩৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকলেন মুশফিক। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭১।  


৪টা ৪৪ মিনিট, ২৪ অক্টোবর

ফিরলেন সাকিবও

চামিকা করুণারত্নের নিচু হয়ে যাওয়া বলে বোল্ড হয়ে গেলেন সাকিব। স্টাম্পের লাইনের বলটা ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডার। উইকেটে এসে শুরুতে বেশ চনমনে দেখাচ্ছিল সাকিবকে। দ্বিতীয় বলে চার মেরে শুরু করেছিলেন। তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। ফিরলেন ৭ বলে ১০ করে। ৮ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৮।


দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম পর্বে তিন ম্যাচে ওপেনিং জুটি যেখানে ১১ রানের বেশি তুলতে পারেনি, আজ সেখানে প্রথম ৫ ওভারে দুই ওপেনার যোগ করেছেন ৩৮ রান। পাওয়ার শেষ ওভারে এসেছেন আগের ওভারে ৮ রান দেওয়া লাহিরু কুমারা। ওভার প্রতি ৯ রান করে নিতে পারলে সম্ভাব্য স্কোর হবে ১৭১।৪০ রানে ভাঙল উদ্বোধনী জুটি। লাহিরুর বলে মিড অফে  সাসুন শানাকার হাতে ধরা পড়ল লিটন।  

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam