Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Cricket Live লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Cricket Live লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

টেনিস কোর্টে ঝালকাঠির দুই রানীর জয়জয়কার

কোন মন্তব্য নেই

শুক্রবার, জুলাই ১১, ২০২৫


ঝালকাঠি: বাংলাদেশের টেনিস অঙ্গনে নতুন আশার আলো হয়ে উঠছে ঝালকাঠির দুই টেনিস কন্যা সুস্মিতা সেন সুমাইয়া আক্তার। সম্প্রতি অনুষ্ঠিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক টেনিস টুর্নামেন্টে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেশের টেনিসে নতুন দিগন্তের সূচনা করেছে।

গত জুলাই বাংলাদেশ টেনিস ফেডারেশন ময়মনসিংহ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে মেয়েদের দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সুস্মিতা সেন সুমাইয়া আক্তার। এছাড়া একক ইভেন্টে সুমাইয়া আক্তার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তাদের কোচ হিসেবে সাথে ছিলেন জাহাঙ্গীর হোসেন বাবুল।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান দুই টেনিস তারকার সাথে সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করেন। জেলা প্রশাসক তাদের সাফল্যের জন্য শুভকামনা জানান এবং দেশের জন্য আরও সাফল্য বয়ে আনার আহ্বান জানান।

পাকিস্তানে অনুষ্ঠিতব্য আগামী এস গেমসে বাংলাদেশের পক্ষে অংশ নেবেন সুস্মিতা সেন সুমাইয়া আক্তার। ইতিমধ্যেই তারা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের এই অর্জন শুধু ঝালকাঠি নয়, বরং পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

টেনিস কোচ জাহাঙ্গীর হোসেন বাবুল জানিয়েছেন, এই দুই টেনিস কন্যা নিয়মিত অনুশীলন কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের টেনিস অঙ্গনকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া শুভকামনা কামনা করেন।

ঝালকাঠির এই দুই টেনিস তারকার সাফল্যে জেলার ক্রীড়ামোদী মানুষ শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য তারা অনুপ্রেরণার নাম হয়ে উঠছে। এই দুই টেনিস রানীর হাত ধরেই বাংলাদেশের টেনিস অঙ্গন আরও সমৃদ্ধ হবে প্রত্যাশা সকলের।

শান্ত-সৌম্যের ব্যাটে বড় সংগ্রহের ভিত

কোন মন্তব্য নেই

রবিবার, নভেম্বর ০৬, ২০২২


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিতলেই সেমিফাইনাল—এমন সমীকরণে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। দুর্দান্ত শুরু করেছিলেন দুই ওপেনার লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। তবে ব্যক্তিগত ১০ রানে আউট হয়ে যান লিটন।

এর আগে দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যায়। ফলে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়ার্টার ফাইনাল।

এমন ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। বাদ পড়েছেন শরিফুল ইসলাম, ইয়াসির আলী ও হাসান মাহমুদ। আর একাদশে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, নাসুম আহমেদ ও এবাদত হোসেন। অন্যদিকে পাকিস্তান দলে কোনো পরিবর্তন নেই।

দুই দলের একাদশ

বাংলাদেশ

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।

পাকিস্তান

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

কোন মন্তব্য নেই

রবিবার, নভেম্বর ২৮, ২০২১

বাংলাদেশের ছেলেদের ক্রিকেট যখন ব্যর্থতার বৃত্তেই বন্দী, তখন একের পর এক সাফল্য বয়ে আনছেন মেয়েরা। এবার তো সবচেয়ে বড় সুখবরটা এল আইসিসির তরফ থেকে।

বাছাই-বাধা পেরিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ নারী দল। আগামী বছর নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপের দ্বাদশ আসরে খেলতে যাচ্ছেন নিগার সুলতানা-জাহানারা আলম-সালমা খাতুনরা। খুশির খবর আছে আরেকটি। প্রথমবার নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে উঠেছে বাংলাদেশ। আজ বিকেলে আইসিসি এসব তথ্য নিশ্চিত করেছে।

বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপ পড়া বাংলাদেশ এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের দুটিতে জিতেছে। নিগারের দল শুরু করেছিলেন শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে।

এরপর যুক্তরাষ্ট্রকে নিয়ে বাংলাদেশ রীতিমতো ছেলেখেলায় মেতেছে। মার্কিন মেয়েদের বিপক্ষে ২৭০ রানের বিশাল জয়ের দিনে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরি করেন শারমিন আক্তার সুপ্তা। তবে যুক্তরাষ্ট্রের ওয়ানডে মর্যাদা না থাকায় শারমিনের সেঞ্চুরিটি লিস্ট ‘এ’-এর রেকর্ড হিসেবে বিবেচনা করেছে আইসিসি।

পরের ম্যাচে অবশ্য থাইল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। তবে গ্রুপে নেট রান রেটে বাকিদের চেয়ে অনেক এগিয়ে থাকায় ও র‍্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ পাঁচে ওঠায় বিশ্বকাপে জায়গা করে নিলেন নিগাররা।

বাংলাদেশের সুখবরের দিন দুঃসংবাদ পেয়েছে অন্যরা। জিম্বাবুয়েতে চলমান ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে হানা দিয়েছে করোনা। প্রাণঘাতি ভাইরাসটির নতুন ধরন ওমিক্রনের প্রভাবে আজ হারারেতে হতে যাওয়া শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। তবে থাইল্যান্ড-যুক্তরাষ্ট্র ও পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচটি যথাসময়েই শুরু হয়েছে।

শুধু শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাতিল নয়ই, পরে এক বিবৃতিতে পুরো বিশ্বকাপ বাছাইপর্বই বাতিলের ঘোষণা দিয়েছে আইসিসি। বাছাইয়ের স্বাগতিক জিম্বাবুয়েসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে করোনার নতুন ধরনের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

গত মঙ্গলবার শ্রীলঙ্কা দলের তিনজন করোনা পজিটিভ শনাক্ত হন। সেদিন তাদের ম্যাচ ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। তিনজন করোনায় আক্রান্ত হলেও সেদিন ঠিকই মাঠে গড়িয়েছিল ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ৩৪ রানে জিতেছিল শ্রীলঙ্কা।

কিন্তু গত তিন দিনে জিম্বাবুয়ে ও আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় পৌঁছে গেছে। করোনার নতুন ধরন ওমিক্রনকে এরই মধ্যে চিন্তার কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যা প্রথম এই অঞ্চলেই ধরা পড়েছে।

 

হতাশার একদিন বাংলাদেশের

কোন মন্তব্য নেই

দুর্দান্ত একটা দিন পার করার পরও শুক্রবার রাতে টিম ম্যানেজমেন্টের ওপর শঙ্কা ভর করেছিল। দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও হাবিবুল বাশার রাতে এক আলোচনায় জানিয়েছিলেন, দ্বিতীয় দিনের সকালটা গুরুত্বপূর্ণ। দ্রুত দুটি উইকেট পড়লে রান সাড়ে তিনশ হওয়া কঠিন। তাদের আশঙ্কা ভুল প্রমাণ করতে পারলেন না মুশফিক-লিটনরা। হতাশার দ্বিতীয় দিন কাটল। প্রথম দিনের চেয়েও দ্বিতীয় দিনের সকাল আরও ভয়ংকর হয়ে রইল। এক সেশনেই ছয় উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট বাংলাদেশ। দিনের বাকি দুই সেশনে পাকিস্তানের একটি উইকেটও নিতে পারল না স্বাগতিকরা। রিভিউ না নেওয়ার মাশুলও গুনতে হলো চরমভাবে। দিনশেষে বিনা উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৪৫। দ্বিতীয় দিন শেষে হাতে পুরো ১০ উইকেট রেখে ১৮৫ রানে পিছিয়ে।

উইকেটে যে বোলারদের জন্য কিছু নেই, শুরু থেকেই বিশেষজ্ঞরা তা জানিয়েছেন। টেস্টে বাংলাদেশের বোলিং আক্রমণ এবং ভালো উইকেটে প্রতিপক্ষকে অলআউট করার সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে। বিশেষ করে পেস বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন উঠেছে। হতাশাজনক বোলিং করলেন তারা কালও। আবু জায়েদ ও ইবাদত দুজন মিলে ২৪ ওভারে দিয়েছেন ৬১ রান, উইকেট নেই। ১৪৪ বলে উইকেট নেওয়ার কোনো সুযোগই তারা তৈরি করতে পারেননি। দুজনের বোলিং দেখে ধারাভাষ্যকাররা বারবার বলেছেন, খুবই সাধারণ বোলিং। তবে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙার সুযোগ তৈরি হয়েছিল ১৩তম ওভারে। চট্টগ্রামে আগের টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রিভিউ না নেওয়ার মাশুল দিয়েছিল বাংলাদেশ। তিনটি রিভিউ থাকার পরও পাকিস্তান ইনিংসের শুরুতে রিভিউ না নিয়ে মুমিনুল হক হাঁটলেন সেই পথে। তাইজুল ইসলামের বল একটু ভেতরে ঢুকে ছোবল দেয় আব্দুল্লাহ শফিকের প্যাডে। দ্রুত ব্যাট নামান তিনি। তাই ব্যাট না প্যাড, কোনটায় আগে লেগেছে বল, বোঝা কঠিন ছিল। উইকেটের জন্য ঝুঁকি নিতেই হতো। সেটা নেননি মুমিনুল। পরে রিপ্লেতে দেখা গেছে, বল আগে প্যাডে লাগে। রিভিউ নিলে ফিরে যেতেন শফিক। সে সময় নয় রানে ছিলেন তিনি। বারবার ক্যামেরায় তখন তাইজুলকে দেখা গেছে, হতাশা তার চোখে-মুখে। প্রশ্ন উঠল, কবে ভিভিউ নেওয়া শিখবে বাংলাদেশ। ওই একটা সুযোগ ছাড়া বাকিটা পথ সাবলীলভাবে কাটিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার। কোনো সুযোগ দেননি। দিনশেষে সেঞ্চুরির অপেক্ষায় আবিদ আলী। ১৮০ বলে অপরাজিত রয়েছেন ৯৩ রান করে। তার ইনিংসে দুই ছয় ও নয় চার। আব্দুল্লাহ শফিক অভিষেকটা রাঙালেন হাফ সেঞ্চুরি দিয়ে। খেললেন সাবধানী এক ইনিংস। ১৬২ বলে দুটি করে চার-ছক্কায় ৫২ রানে অপরাজিত রয়েছেন।

দিনের শুরু থেকেই হতাশা। আগের দিন সেঞ্চুরি পূর্ণ করা লিটন দাস যোগ করেন আর মাত্র এক রান। প্রথম ওভার থেকেই হাসান আলী পরপর আউটসুইং দিয়ে হঠাৎ ইনসুইং দিয়ে বল ভেতরে ঢোকাচ্ছিলেন। প্রথম ওভারেই সাফল্য পেয়ে যান। লিটন দাসের পায়ে লাগা বল মনে হয়েছিল স্টাম্পের ওপর দিয়ে যাবে। কিন্তু রিভিউ নিয়ে সফল পাকিস্তান। পঞ্চম উইকেটে লিটন ও মুশফিকের ২০৬ রানের জুটি ভাঙে। মুশফিক ৯১ রানে পৌঁছে থমকে যান। কিছুটা নড়বড়ে দেখায় তাকে। ফাহিম আশরাফের বলে ৯১ রানেই আউট মুশফিক। এ নিয়ে টেস্ট ক্রিকেটে নব্বই ছুঁয়েও সেঞ্চুরিতে যেতে পারলেন না তিনি চারবার। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে আটবার। দুটিই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। আশরাফের বলটা আগে মুশফিকের প্যাডে লাগে। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন মুশফিক। প্রথমে বল প্যাডে লাগলেও এরপর ব্যাট, বল ও প্যাড ছিল একই জায়গায়। আউট হয়ে মাথা নাড়তে নাড়তে ফেরেন ড্রেসিংরুমে।

উইকেটের সুবিধা কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। তাকে কেউ সঙ্গ দিতে পারলেন না। তাইজুল ২৮ বল খেলেও শাহিন শাহ আফ্রিদির গতি ঠিকঠাক বুঝতে পারেননি। সতীর্থদের যাওয়া-আসা দেখেছেন মিরাজ। হাসান আলীর পরপর দুই বলে বিদায় নেন দুই পেসার আবু জায়েদ ও ইবাদত হোসেন। বাংলাদেশ প্রথম দিন সকালে চারটি ও দ্বিতীয় দিন সকালে হারিয়েছে ছয় উইকেট। প্রথম দুদিনে বাকি চার সেশনে কোনো উইকেট পড়েনি। আজ তৃতীয় সকালের অপেক্ষায় স্বাগতিকরা। নিজেরা যেভাবে হুড়মুড় করে উইকেট হারিয়েছে, তেমনি পাকিস্তানি ব্যাটারদেরও তুলে নেওয়ার আশা। বোলাররা সেই কাজ কতটুকু পারবেন, এ নিয়ে সন্দেহ খোদ টিম ম্যানেজমেন্টের।

লিটনের প্রথম শতক, সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ

কোন মন্তব্য নেই

শুক্রবার, নভেম্বর ২৬, ২০২১

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সফরকারী পাকিস্তান দলের বোলারদের বোলিং তোপে দিশেহারা স্বাগতিক ব্যাটসম্যানরা। ধুঁকতে ধুঁকতে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ দল। তবে এরপর লিটন দাস ও মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

ক্যারিয়ারের দশম অর্ধ-শতক তুলে নেন লিটন দাস। লিটনের পর অর্ধ-শতকের দেখা পান মুশফিকুর রহিমও। অর্ধ শতক তুলে থেমে থাকেননি লিটন দাস।

পাকিস্তানী বোলারদের উপর নিজের ব্যাটিং দক্ষতা দেখিয়ে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন তিনি। ১৯৯ বলে নিজের প্রথম শতক হাঁকান তিনি।

চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কোন মন্তব্য নেই

চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার সকালে টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক পাকিস্তানকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান।

তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, তাসকিনের মতো নির্ভরযোগ্য চার খেলোয়াড় দলে নেই। সিনিয়রদের অনুপস্থিতিতে তারুণ্যনির্ভর একটি দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে আজ শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এই সিরিজকে চ্যালেঞ্জ হিসাবেই মানছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

টি ২০ বিশ্বকাপে ভরাডুবি ও এরপর ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে সিরিজ হারের হতাশা কাটিয়ে চট্টগ্রাম টেস্ট জিতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চান মুমিনুলরা। পাকিস্তানের বিপক্ষে জিততে হলে ভালো বোলিং এবং সেই সঙ্গে ভালো ব্যাটিং করতে হবে বলে জানালেন টাইগার অধিনায়ক।

চট্টগ্রামের মাঠ ব্যাটিং সহায়ক হতে পারে। তাই ব্যাটিং দিয়েই মূলত পাকিস্তানিদের ঘায়েল করতে চান তিনি। বোলারদের ওপরও রয়েছে আত্মবিশ্বাস। বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানালেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

১৭২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

কোন মন্তব্য নেই

রবিবার, অক্টোবর ২৪, ২০২১

ইনিংসের শেষ বলে চার হাকালেন মুশফিক। চামিরার বলে মুশফিকের এই প্যাডল সুইপ যেন পুরো ইনিংসের হাইলাইটস। ৩৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকলেন মুশফিক। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭১।  


৪টা ৪৪ মিনিট, ২৪ অক্টোবর

ফিরলেন সাকিবও

চামিকা করুণারত্নের নিচু হয়ে যাওয়া বলে বোল্ড হয়ে গেলেন সাকিব। স্টাম্পের লাইনের বলটা ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডার। উইকেটে এসে শুরুতে বেশ চনমনে দেখাচ্ছিল সাকিবকে। দ্বিতীয় বলে চার মেরে শুরু করেছিলেন। তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। ফিরলেন ৭ বলে ১০ করে। ৮ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৮।


দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম পর্বে তিন ম্যাচে ওপেনিং জুটি যেখানে ১১ রানের বেশি তুলতে পারেনি, আজ সেখানে প্রথম ৫ ওভারে দুই ওপেনার যোগ করেছেন ৩৮ রান। পাওয়ার শেষ ওভারে এসেছেন আগের ওভারে ৮ রান দেওয়া লাহিরু কুমারা। ওভার প্রতি ৯ রান করে নিতে পারলে সম্ভাব্য স্কোর হবে ১৭১।৪০ রানে ভাঙল উদ্বোধনী জুটি। লাহিরুর বলে মিড অফে  সাসুন শানাকার হাতে ধরা পড়ল লিটন।  

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

কোন মন্তব্য নেই

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শারজায় লঙ্কানদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনি বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। এই পেসারের জায়গায় একাদশে ঢুকেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। 

মূলপর্বের কঠিন লড়াই শুরু আজ

কোন মন্তব্য নেই

শনিবার, অক্টোবর ২৩, ২০২১

বিশ্বকাপের প্রাথমিক পর্বের ইতি ঘটলো গতকাল। যেখানে শেষ দিনে আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে মূলপর্বে পা রাখে নামিবিয়া। অথচ টুর্নামেন্ট শুরুর আগে এই নামিবিয়া মূলপর্বে খেলবে সেটি ভাবেনি কেউই। প্রাথমিক পর্বে নামিবিয়ার মূলপর্বে উঠাই ছিল বড় খবর।

বলতে গেলে আজ থেকে শুরু হচ্ছে আসল বিশ্বকাপ। শক্তিশালী দলগুলোর পাশাপাশি প্রাথমিক পর্ব পার হয়ে আসা দলগুলো এবার লড়বে মূলপর্বে। মূলপর্বে অংশ নেয়ার সুযোগ পাওয়া দলগুলো হলোঃ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ স্কটল্যান্ড। এর মধ্যে বাংলাদেশ, স্কটল্যান্ড, নামিবিয়া শ্রীলঙ্কা এই চার দল প্রাথমিক পর্ব থেকে মূলপর্বে সুযোগ পেয়েছে।

মূলপর্বের প্রথম দিনেই মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনেই যে ক্রিকেট প্রেমীরা দুর্দান্ত দুইটি ম্যাচ উপভোগ করতে পারবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। টি-টোয়েন্টি ফরম্যাটে দলগুলোর পার্থক্য এমনি কমে আসে। ফলে, দুই ম্যাচেই কারা বিজয়ী হবে তা আগে থেকে অনুমান করা কঠিন।

দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রোটিয়াদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। শক্তিশালী এই দুই দলের খেলা যে হাড্ডাহাড্ডি হবে তা নিয়ে সংশয় নেই। তবে, খেলোয়াড় তুলনা করলে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া, যদিও দিন শেষে মাঠের পারফরম্যান্সই আসল।

রাত আটটায় ইংল্যান্ড লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই বিপদজনক দল। এবারও দলটির মূল লক্ষ্য শিরোপায়। যদিও প্রস্তুতি ম্যাচে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি ক্যারিবিয়রা। দুই প্রস্ততি ম্যাচের দুইটিতেই হেরেছে তারা। তবে নিজেদের দিনে টি-টোয়েন্টিতে এদের চেয়ে ভয়ংকর দল আর কমই রয়েছে। ক্যারিবিয়দের রুখতে প্রস্তুত ইংলিশরাও। দারুণ ভারসাম্যপূর্ন ইংল্যান্ড দল জয় দিয়েই চাইবে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করতে।

তবে সবকিছু ছাপিয়ে ক্রিকেটপ্রেমীদের মূল নজর এখন ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে। ২৪ অক্টোবর মাঠে নামবে এই দুই দল। ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে শুরু হয়ে গিয়েছে কথার যুদ্ধ।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam