Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

গলাচিপায় ব্যতিক্রম ‍আয়োজনে ‍আ’লীগের মেয়র প্রার্থী বাছাই

মঙ্গলবার, অক্টোবর ১৯, ২০২১

/ by DNN24LIVE

গত ১৪ অক্টোবর ঘোষণা হয়েছে অষ্টম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল। এ ধাপে দেশের বিভিন্ন জেলার ১০টি পৌরসভা নির্বাচন হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর এবং ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ ও ২৮ নভেম্বর হবে ভোট গ্রহণ।

এদিকে, ‘অষ্টম ধাপে পটুয়াখালীর গলাচিপা পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনোনয়ন এবার ব্যতিক্রম আয়োজন করা হয়েছে। ভোটের আগেই দলীয়ভাবে প্রার্থীর জনপ্রিয়তার প্রমাণ দিতে হচ্ছে।

কাউন্সিলের মাধ্যমে ওই পৌরসভায় প্রার্থী নির্বাচিত করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে উপজেলা এবং পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে গোপনে ভোট প্রদান করেন কাউন্সিলররা।

জানা গেছে, কাউন্সিলে ৭১ জন ভোটারের অনুকূলে মোট ৪ জন মেয়র প্রার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ ৩৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন। বর্তমান মেয়র আহসানুল হক তুহিন ২১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

এছাড়া কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ ১১ ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ হোসেন রুবেল পেয়েছেন মাত্র ২ ভোট। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সমির দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাউন্সিলের ফলাফল অনুযায়ী দলীয় মনোনয়নের বিষয়ে জেলা এবং কেন্দ্রে শুপারিস করা হবে।

The post গলাচিপায় ব্যতিক্রম ‍আয়োজনে ‍আ’লীগের মেয়র প্রার্থী বাছাই appeared first on bslnews24-The fastest growing bangla news portal titled bslnews24 offers to know latest National stories, Sports, Entertainment, Features, Opinion, Tech & more..



from বরিশাল – bslnews24-The fastest growing bangla news portal titled bslnews24 offers to know latest National stories, Sports, Entertainment, Features, Opinion, Tech & more. https://ift.tt/3aOMryg
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam