Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

চলতি মাসেই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হচ্ছে

সোমবার, অক্টোবর ০৪, ২০২১

/ by DNN24LIVE

 


আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই আবার সরকারি কার্যক্রমে চাঞ্চল্য এসেছে এবং বিভিন্ন অনিষ্পন্ন বিষয়গুলোতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। একাধিক সূত্র বলছে যে, সরকার চলতি মাসেই বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই সিদ্ধান্ত গুলো প্রধানমন্ত্রীর অপেক্ষায় ছিল। এখন প্রধানমন্ত্রী দেশে এসেছেন, প্রত্যেকটি বিষয়ে তিনি সুচিন্তিত মতামত দিবেন। যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার এখন নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিতে যাচ্ছে তার মধ্যে রয়েছে:

. নতুন নির্বাচন কমিশন: খুব শীঘ্রই নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শুরু হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এর আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের কাজ শুরু হবে। আর এই নির্বাচন কমিশন গঠনের জন্য সরকার গতবারের মতোই একটি সার্চ কমিটি গঠন করবেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এই সার্চ কমিটিতে কারা থাকবেন বা কিভাবে গঠিত হবে এটির মোটামুটি একটি সার সংক্ষেপ তৈরি হয়েছে। এটি প্রধানমন্ত্রী অনুমোদন দিলে সেই সার সংক্ষেপ অনুযায়ী সার্চ কমিটিটি গঠন করা হবে।

উল্লেখ্য যে, গত বছর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে এই সার্চ কমিটি গঠিত হয়েছিল। এবারও একই প্রক্রিয়ায় এই সার্চ কমিটিটি গঠন হবে বলে জানা গিয়েছে। গতবারের সার্চ কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সদস্য সচিবের ভূমিকা পালন করেছিলেন এবং পুরো বিষয়টিকে সমন্বয় করেছিলেন। এবারও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবই পুরো বিষয়টি সমন্বয় করবেন বলে জানা গেছে। এছাড়া সার্চ কমিটিতে কয়েকজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব থাকবেন। তারা কারা এটি খুব শীঘ্রই চূড়ান্ত হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

. ঢাকার পুলিশ কমিশনার: ঢাকার পুলিশ কমিশনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পুলিশ কমিশনারের মেয়াদ চলতি মাসেই শেষ হয়ে যাচ্ছে। আবার বর্তমান আইজি চলতি মাসের ১০ তারিখ দেশের বাইরে যাচ্ছেন। এই বাস্তবতায় খুব শীঘ্রই নতুন পুলিশ কমিশনার পদে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে সরকার। ঢাকার পুলিশ কমিশনারের জন্য একাধিক ব্যক্তির নাম আলোচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন সেটি নির্ভর করবে প্রধানমন্ত্রীর অভিপ্রায়ের উপর।

. সচিব পর্যায়ের রদবদল: সচিব পর্যায়ে একটি বড় ধরণের রদবদল হতে যাচ্ছে। তিনজন সচিব অবসরে যাচ্ছেন। তারা চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন কিনা, নাকি সেখানে নতুন সচিব নেয়া হবে নিয়ে সরকারের ভিতর নানামুখী আলোচনা হচ্ছে। ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য যে, মৎস্য প্রানীসম্পদ সচিব রওনক মাহমুদ, পরিকল্পনা সচিব এবং ধর্ম সচিব অবসরে যাচ্ছেন চলতি মাসে। এই তিন সচিবের জায়গায় নতুন সচিব নিয়োগের ক্ষেত্রে দশম ব্যাচ থেকেই নেয়া হবে নাকি একাদশ ব্যাচ থেকে সচিব করা শুরু হবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সচিব পর্যায়ে কিছু রদবদলের গুঞ্জনও শোনা যাচ্ছে।

. সরকারী কর্মকর্তাদের সম্পদের হিসাব: উল্লেখ্য যে, সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে। এটি ১৯৭৯ সালের একটি বিধিমালার সিদ্ধান্ত। সরকার সেই সিদ্ধান্তটি পুনর্প্রবর্তন করেছে মাত্র। এই অনুযায়ী সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব গত মাসেই দেয়ার কথা ছিল কিন্তু সেটি দেয়া হয়নি। চলতি মাসে এটি দেয়া যেন হয় সেটি নিশ্চিত করা হবে। এবং এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি এই মাসেই হতে যাচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

 

আর এই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ছাড়াও বেশ কিছু রুটিন কাজ নিষ্পন্ন হবে চলতি মাসে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam