Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ইলিশ রক্ষা অভিযানে বরিশালে ৬ দিনে ১৪১ জেলের কারাদণ্ড

সোমবার, অক্টোবর ১১, ২০২১

/ by DNN24LIVE
নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে গত ৬ দিনে ১৪১ জনের কারাদণ্ড হয়েছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। চলমান এই অভিযানের ৬ দিনে ৩ লাখ ৭৫ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বিষয়টি রোববার বরিশালটাইমসকে নিশ্চিত করেছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ রক্ষায় বিভাগে মোট ২৮২টি ভ্রাম্যমাণ আদালত বসে। অভিযান পরিচালিত হয় ৭২১টি। এসব অভিযান থেকে ২ দশমিক ৫৯৪ টন ইলিশ জব্দ করা হয়। অভিযানে প্রায় ১৮ দশমিক ১৯৯ লাখ মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল আটক করা হয়।

অভিযানে উপকূলীয় এলাকার তুলনায় বরিশাল নদী অঞ্চলে এবার বেশি জেলের কারাদণ্ড হয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় মাত্র একদিনে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া পটুয়াখালীতে ১ জন ও ভোলায় ৩ জন। এ নিয়ে গত ৬ দিনে ১৪১ জনের কারাদণ্ড হয়েছে।

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার বরিশালটাইমসকে জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যবস্থা আরও কঠিন হতে চলেছে। কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া হবে না।’

The post ইলিশ রক্ষা অভিযানে বরিশালে ৬ দিনে ১৪১ জেলের কারাদণ্ড first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/30f1f7m
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam