Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবি তুলে বরিশালে মানববন্ধন

রবিবার, অক্টোবর ১০, ২০২১

/ by DNN24LIVE

বরিশালে ‘বৈষম্যপূর্ণ বিশ্বে মানসিক স্বাস্থ্য-শ্লোগান নিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ অক্টবর) সকাল সাড়ে ১০টায় মনোবিজ্ঞান সমিতি বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল বিকেএসপি প্রধান কোচ মো. সালাম রহমান, বিকেএসপি কারাতে কোচ আরিফুল ইসলাম, লোকমান হাওলাদার হেদায়েতুজ্জামান চঞ্চলসহ অন্যান্যরা। এতে থেকে মানসিক সমস্যাগ্রস্থ মানুষের উপযুক্ত মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর আগে আয়োজকদের একটি ্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam