Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

রাজাপুরে অপরাজিতাদের মতবিনিময় সভা

মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১

/ by DNN24LIVE

রাজাপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয় ভিক্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রূপান্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমরান খান, অপরাজিতা প্রকল্প বিভাগীয় সমন্ময়কারী রাবেয়া বসরী, উপজেলা শিক্ষা অফিসার মো: মুনিবুর রহমান, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান।

উপজেলা সমন্নয়কারী নাসরিন সুলতানা মুন্নির সভাপতিত্বে জেলা সমন্নয়কারী মাহফুজুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবরিনা আলম, আসলাম হোসেন মৃধা, সফল এনজিও কর্মী সৈয়দ হোসাইন আহম্মেদ, সাংবাদিক সাইদুল ইসলাম, ইউপি সদস্য নাজমা ইয়াছমিন মুন্নি, অঞ্জলী বিশ্বাস, লাভলী বেগম প্রমূখ।

অনুষ্ঠিত সভায় নারী ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam