ঝালকাঠির
সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মোঃ কাওছার কে
পিটিয়ে ও কুপিয়ে আহত
করার দায়ে ৬ জনকে
বিভিন্ন মেয়াদে সাঁজা প্রদান করেছে। একই ইউনিয়নের কল্যানকাঠি
গ্রামের মোঃ বিল্লাল মৃধাকে
(৩৪) ৪ বছরের সশ্রম
কারাদন্ড ও ৫ হাজার
টাকা জরিমান অনাদায়ে আরো ৬ মাস,
একই গ্রামের মোঃ মিলন মৃধা
(২৫) ও ছাদ্দাম হাওলাদারকে
(২৬) তিন বছরের সশ্রম
কারাদন্ড ও ৩ হাজার
টাকা জরিমান অনাদায়ে ৩ মাস এবং
বাজিতপুর গ্রামের রাহাত হাওলাদার (৩০), মোঃ রাজু
হাওলাদার ও মোঃ সুমন
হাওলাদার প্রত্যেককে ১ বছরে সশ্রম
কারাদন্ড ও ২ হাজার
টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের
দন্ডাদেশ প্রদান করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
চীফ
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ পারভেজ শাহরিয়ার ৪ আসামীর উপস্থিতিতে
মঙ্গলবার এই রায় ঘোষনা
করেন। সাজা প্রাপ্তদের মধ্যে
সুমন হাওলাদার ও মিলন মৃধা
পলাতক রয়েছে।
মোঃ
কাওছার হাওলাদারের পিতা- আব্দুল হান্নান বাদী হয়ে ঝালকাঠি
থানয় মামলা দায়ের করেন। অভিযোগ করা হয়েছে। ২০১৫
সালের ২৮ সেপ্টেম্বর বিকাল
৫ টায়, তার ছেলে
মোঃ কাওছার তার ভাইকে ঢাকা
যাওয়ার জন্য গাড়িতে তুলে
দেয়ার পরে ফেরার পথে
একাকি পেয়ে দরগা বাড়ির
সামনে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত
করে। এ ব্যপারে ঝালকাঠি
থানা পুলিশের এস আই ২০১৫
সালের ৩০ সেপ্টেম্বর আসামীদের
বিরুদ্ধে আসামীদের অফিযোগপত্র দায়ের করেন। আদালত ৯ জন স্বাক্ষির
স্বাক্ষ্য গ্রহন করেছেন।