ঝালকাঠি জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদউত্তীর্ণ হওয়ায় নতুন কাউন্সিল নিয়ে জল্পনা-কল্পনা অবসান হতে চলছে। পদ পেতে নেতাকর্মীরাও করেছেন দৌড়ঝাঁপ। বেশ ক’দিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শীর্ষ পদ প্রত্যাশীদের ছবিসহ প্রচার প্রচারণাও দেখা যাচ্ছে পুরোদমে। সংগঠনটির সাধারণ নেতাকর্মীরাও আলোচনার শীর্ষে রেখেছেন বিষয়টিকে।
কেন্দ্রীয়
নেতাদের একটি বিশ্বস্ত সূত্র জানায়, গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি’র) সাথে
কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ হয়েছে। সেখানে বেশ সময় দরে ঝালকাঠি জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদনের
কথা আলোচনা হয়। আগামী দুএকদিনের মধ্যে ঘোষনা আসতে পারে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত
করেছে।
উল্লেখ্য,
সর্বশেষে ঝালকাঠি ছাত্রলীগের কাউন্সিল হয় ২০১৫ সালের ২০ জুলাই। মেয়াদ উত্তীর্ণ হওয়া
ছাড়া এখন পর্যন্ত ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাংগঠনিক দুর্বলতার কোন অভিযোগ নেই।