শারদীয়
দূর্গাপূজা উপলক্ষে রাজাপুর ও কাঠালিয়া উপজেলার
৭৫ টি পূজা মন্ডপে
ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান
প্রদান করছেন ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া)
আসনের সংসদ সদস্য বজলুল
হক হারুন।
পূজার
অষ্টমী ও নবমীর দিনে
কাঠালিয়ার ৫৪ টি পূজা
মন্ডপ পরিদর্শন শেষে এমপি’র
পক্ষে অনুদান প্রদান করেন তাঁর ছোটভ্রাতা
ও সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুল
হক কামাল।
এসময়
কাঠালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলামা কিবরিয়া সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তরুন সিকদার, আওরাবুনিয়া
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান লিটন নকীব, জেলা
পরিষদ সদস্য ও আওয়ামী লীগ
নেতা আমিরুল ইসলাম লিটন সিকদার, সাখওয়াত
হোসেন অপু, আওয়ামী লীগ
নেতা জাহাঙ্গির হোসেন মোল্লা সহ আওয়ামী লীগের
বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর
আগে ছষ্ঠী ও সপ্তমী পূজার
দিন রাজাপুরে ২১ টি মন্ডপে
অনুদান প্রদান করা হয়।