Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ইলিশ রক্ষায় অভিযান, বরিশালে ইউএনও’র নৌযানে হামলা

শুক্রবার, অক্টোবর ০৮, ২০২১

/ by DNN24LIVE


বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদার বাড়ি ঘাট সংলগ্ন গজারিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে জেলেদের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)। কয়েকজন জেলে একত্রিত হয়ে শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্পিডবোটকে সজোরে ধাক্কা দেয়। এত স্পিডবোটে থাকা দুই আনসার সদস্য আঘাত পেয়ে নদীতে পড়ে যান। তাদেরকে উদ্ধার করা হলেও এক আনসার সদস্যের আগ্নেয়াস্ত্র (শটগান) নদীতে তলিয়ে যায়।

আহত আনসার সদস্য মো. ইব্রাহিম ও মো. তুহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারে গজারিয়া নদীতে তল্লাশি শুরু করেছেন বরিশাল রিভার ফায়ার সার্ভিসের স্টেশনের ডুবুরিরা।

মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন মাসুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam