Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Mahanagar লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Mahanagar লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বিশালদেহী বরিশালের বস’র দাম ৩৫ লাখ টাকা

কোন মন্তব্য নেই

বুধবার, জুলাই ০৬, ২০২২


ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘বরিশালের বস’। ওজন, আকৃতি ও স্বভাবে বসসুলভ আচরণে নামকরণের প্রমাণ মেলে। বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বেড়ে ওঠা ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ৩৫ লাখ টাকা। ওজন ২ হাজার ২০০ কেজি বা ৫৫ মণ।

কাঁঠাল খেতে ভালোবাসে বরিশালের বস। অনায়াসেই একসঙ্গে চার-পাঁচটি কাঁঠাল সাবাড় করে দিতে পারে। এ জন্য জ্যৈষ্ঠ মাসে ষাঁড়টির খাদ্যতালিকায় খামারি প্রতিদিন কাঁঠাল রাখেন। আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড়বাশাইল গ্রামের শামীম সিকদারের খামারে তিন বছর ধরে বেড়ে উঠেছে ষাঁড়টি।

নামকরণের বিষয়ে জানতে চাইলে খামারি শামীম বলেন, তাঁর জানা মতে, বরিশাল জেলায় এমনকি বিভাগে এত বড় গরু দ্বিতীয়টি নেই। তাই নাম রেখেছেন ‘বরিশালের বস’।

বাবার গরুর ব্যবসা থেকেই ছোটবেলা থেকেই শামীমের গরু পালন শুরু। ২০১২ সালে ২০টি দেশি গরু দিয়ে তিনি খামার শুরু করেন। এখন তাঁর খামারে ৯৭টি গরু আছে। এর মধ্যে দুটি গাভি। প্রতিদিন একেকটি গাভি ১৮ থেকে ২২ কেজি করে দুধ দেয়।

শামীম বলেন, বিশালদেহী ষাঁড়টি মূলত অস্ট্রেলিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের। তিন বছর আগে খুলনার শাহাপুর এলাকা থেকে ফ্রিজিয়ান জাতের বাছুরটি কিনেছিলেন। তখন বয়স ছিল এক বছর। এরপর তাঁর খামারে নিয়ে এসে লালনপালন করেন। যত্নআত্তিতে ষাঁড়টি ওজনে-আকারে ‘বস’–এ পরিণত হয়েছে।

শামীম সিকদার জানান, তিন বছরে ষাঁড়টির খাবারের পেছনে খরচ হয়েছে ছয় লাখ টাকার বেশি। এর বাইরে আনুষঙ্গিক আরও এক থেকে দেড় লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে ষাঁড়টির ওজন প্রায় ৫৫ মণ। উচ্চতা সাড়ে ৬ ফুট, লম্বায় সাড়ে ১০ ফুট। প্রতিদিন ষাঁড়টির পেছনে খাবার বাবদ খরচ হয় ৮০০ থেকে ৯০০ টাকা। ভুসি, চিটাগুড়, খৈল, ছোলা, খুদের জাউ, ঘাস ইত্যাদি খেয়ে বড় হয়েছে ‘বরিশালের বস’।

শামীম বলেন, ষাঁড়টি কাঁঠাল খেতে খুব পছন্দ করে। এ জন্য খাদ্যতালিকায় প্রতিদিন কাঁঠাল রাখেন। চার-পাঁচটি কাঁঠাল অনায়াসে সাবাড় করে ফেলতে পারে। পেট ফাঁপার কারণে এর বেশি খাওয়ান না। শামীমের দাবি, মোটাতাজাকরণে ষাঁড়টিকে কোনো ধরনের ওষুধ বা অন্য কোনো কৃত্রিমপন্থা অবলম্বন করেননি।

শামীমের খামারে ‘বরিশালের বস’ ছাড়াও ছোট–বড় ৯৮টি গরু আছে। এর মধ্যে ষাঁড়টির আচরণ কিছুটা আলাদা। এমনিতে সব সময় শান্ত থাকে। তবে রেগে গেলে নিয়ন্ত্রণ করা কঠিন।

গত সপ্তাহে ‘বরিশালের বস’কে ট্রাকে চড়িয়ে বরিশাল নগর ও পার্শ্ববর্তী মাদারীপুর শহরে প্রদর্শন করা হয়। এর পর থেকে প্রতিদিন অসংখ্য লোক ষাঁড়টি দেখতে আসছেন। নির্জনতাপ্রিয় ‘বরিশালের বস’ এতে কিছুটা বিরক্ত। রুচিও কমে গেছে।

ক্রেতাদের সাড়া কেমন পাচ্ছেন জানতে চাইলে শামীম বলেন, প্রতিদিনই ষাঁড়টি দেখতে খামারে উৎসুক জনতা ভিড় করছেন। ঈদ এগিয়ে এলেও এখনো সেভাবে ক্রেতা আসছেন না। বড় গরুর হাট বা অন্য জেলায় নিয়ে বিক্রি করা কষ্টসাধ্য। তাই বাজারে না তুলে খামারে বিক্রি করতে চান। প্রয়োজনে দামে কিছুটা ছাড় দিতে রাজি তিনি।

এখন পর্যন্ত কত দাম উঠেছে—প্রশ্ন করলে শামীম বলেন, কয়েকজন গরুটি দেখতে এসেছেন। কিন্তু তাঁরা বরিশালের বাইরের। দামে পরতা না হওয়ায় রাজি হননি। একজন ক্রেতা ২২ লাখ টাকা দাম বলেছেন। ব্যয় ও লাভ মিলে পরতা না হওয়ায় রাজি হননি। ৩০ লাখ টাকার বেশি দাম হলে বিবেচনা করবেন।

শামীম আরও বলেন, ‘বরিশালের বসকে বিক্রি করার তেমন আগ্রহ নেই আমার। কারণ, আমি দেখতে চাই, গরুটি কত বড় হয়। ন্যায্য দাম পেলে বিক্রি করব, না হলে খামারে রেখে লালনপালন করব।’

আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান তরফদার বলেন, খামারি শামীম সিকদারের ষাঁড়টি উপজেলার সবচেয়ে বড় গরু। তা ছাড়া আশপাশের উপজেলায় এত বড় গরু আর একটিও নেই। তিনি বলেন, বিশালদেহী এই ষাঁড়টির ক্রেতা বরিশাল অঞ্চলে পাওয়া কঠিন হবে। এ জন্য তাঁরা খামারিকে ঢাকা বা চট্টগ্রামের বড় হাটে তোলার পরামর্শ দিয়েছেন।

সুত্র: প্রথম আলো

বরিশাল দুই থানায় নতুন যানবাহন হস্তান্তর

কোন মন্তব্য নেই

সোমবার, জানুয়ারী ০৩, ২০২২

বরিশাল নগর পুলিশের সেবা কে আরো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মহানগর পুলিশে একের পর এক যোগ করছেন নতুন মাত্রা।

এরই ধারাবাহিকতায় সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় পুলিশ লাইন্স মাঠ বরিশালে অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা মোঃ আজিমুল করীম ও বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের হাতে নতুন যানবাহন হস্তান্তর করেন পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিক মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম , অপারেন্স এন্ড প্রসিকিউশন) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আশরাফ আলী ভ‚ঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা শাখা জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বারসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৮ মাস পর সশরীরে ক্লাস শুরু

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, অক্টোবর ২১, ২০২১

 

দীর্ঘ ১৮ মাস পর সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। ২১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে উপস্থিত হয়ে ক্লাস শুরু করেন। শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও সরব হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

বিশ্বব্যাপী করোনা মহামারির শুরুতে ২০২০ সালের ১৭ মার্চ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় বন্ধ ঘোষণা করা হয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়। করোনার মধ্যে ভার্চুয়ালী ক্লাস চললেও এ নিয়ে প্রশ্ন আর অভিযোগের অন্ত ছিলো না শিক্ষার্থী এবং অভিভাকদের।

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চলতি বছরের গত ৪ অক্টোবর খুলে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। তার আগেই সশরীরে পরীক্ষা কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সশরীরে ক্লাস কার্যক্রম শুরুর পরে সকাল ১১টার দিকে বিভিন্ন বিভাগে ক্লাস কার্যক্রম, স্বাস্থ্যবিধি এবং শিক্ষার্থীদের উপস্থিতি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন। তিনি শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার নির্দেশ দেন।

সশরীরে ক্লাস কার্যক্রমের শুরুতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক পড়ার বিষয়ে এবং হ্যান্ড স্যানেটাইজারের বিষয়ে কঠোরভাবে জোড় দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন।

তিনি বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশ দেয়া হয়েছে। আমাদের মেডিকেল সেন্টারে টিকা কেন্দ্র করে যারা এখনো টিকা নিতে পারেনি তাদের টিকা দেয়ার বিষয়ে চিঠি দেয়া হয়েছে। আমরা চাচ্ছি আমাদের মেডিকেল সেন্টারে টিকা কেন্দ্র করে টিকা দেয়ার বিষয়টি নিশ্চিত করা হোক।

এদিকে, সশরীরে ক্লাস কার্যক্রমের মাধ্যমে করোনাকালীন শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশাবাদী শিক্ষার্থীরা।

চরমোনাই পীরের দুর্গ ভাঙতে আ.লীগ-বিএনপি এককাট্টা

কোন মন্তব্য নেই

বুধবার, অক্টোবর ২০, ২০২১

 


জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ-বিএনপির সম্পর্ক সাপে-নেউলে হলেও একটি জায়গায় এসে এক হয়ে গেছে দুই দল। বরিশালে চরমোনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে পীরের আধিপত্য ঠেকাতে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি। সেই অনুযায়ী তৎপরতাও চালাচ্ছেন দলটির ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

কীর্তনখোলা নদীর পূর্ব তীরে চরমোনাই ইউনিয়ন। বরিশাল সদর উপজেলার আওতাধীন ইউনিয়নটি চরমোনাই পীর তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ হিসেবে পরিচিত। ১৯ বছর ধরে ইউনিয়ন পরিষদের কর্তৃত্ব ধরে রেখেছে দলটি। নিয়ে স্থানীয় আওয়ামী লীগ বিএনপিতে অসন্তোষ দীর্ঘদিন ধরে। যে কারণে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী না দিলেও চরমোনাই পীরের কর্তৃত্ব ঠেকাতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সম্প্রতি চরমোনাইর রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠানে চরমোনাই ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে থাকার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন। চরমোনাই ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম রাঢ়ী প্রসঙ্গে বলেন, চরমোনাই পীর-পরিবার বিএনপির চিরশত্রু। তাই জেলা বিএনপির নির্দেশে পীর-পরিবারের প্রার্থীকে পরাজিত করতে তাঁরা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে থাকবেন।

ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর বরিশাল সদরের ৬টি ইউনিয়নে নির্বাচন হবে। গত রোববার মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। এর মধ্যে চরমোনাই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাতপাখা প্রতীকে প্রার্থী হয়েছেন বর্তমান পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ফয়জুল করীমের ছোট ভাই সৈয়দ জিয়াউল করীম। অন্যদিকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন মাস্টার নুরুল ইসলাম। আর দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন গিয়াস। এই নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী নেই। তাঁরা আওয়ামী লীগকেই সমর্থন দিচ্ছে।

রাজনীতিতে দুই দলের বৈরী অবস্থানের মধ্যেও বিএনপি কেন আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিচ্ছেজানতে চাইলে জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন সাংবাদিকদের বলেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনে তখনকার প্রার্থী বিএনপির বর্তমান যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের ওপর হামলা করেছিল চরমোনাই পীর-পরিবার। ইউনিয়নটিতে বিএনপির নেতা-কর্মীরা পীর-পরিবার দ্বারা নির্যাতিত। কারণে স্থানীয় বিএনপি এবারের নির্বাচনে নৌকার পক্ষে সমর্থন দেবে।

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন বলেন, দোয়া-মোনাজাত অনুষ্ঠানে জেলা সভাপতি নির্বাচন ইস্যুতে যেভাবে কথা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মত। জেলা বিএনপি আওয়ামী লীগ কিংবা চরমোনাই কাউকেই সমর্থন দেয়নি।

কেননা, চরমোনাই আঞ্চলিকভাবে বিএনপিকে নির্যাতন করে। আবার আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে নির্যাতন করে।

বিষয়ে কথা বলতে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জিয়াউল করীমকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তাঁর নির্বাচন পরিচালনা কমিটির প্রশাসনিক সচিব আব্দুল্লাহ আল মামুন টিটু বলেন, গত নির্বাচনে এই ইউনিয়নে বিএনপি আওয়ামী লীগ মোট যে ভোট পেয়েছে, তার চেয়েও হাজার ৩২০ ভোট বেশি পেয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থী। তিনি দাবি করেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছে। তা ছাড়া এখানে বিএনপির ওপর ভর করে আওয়ামী লীগ বিজয়ী হতে পারবে না।

সাংবাদিক আলম রায়হানের ওপর হামলাকারীরা প্রকাশ্যে

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, অক্টোবর ১৯, ২০২১


বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিণের সময়ের সম্পাদক আলম রায়হানের উপর হামলাকারীদের কেউ কেউ প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সাংবাদিক আলম রায়হান বলেন, ‘গত ২ অক্টোবর সন্ধ্যায় মাদক ব্যবসায়ী তৌহিদ ও তার ভাই, স্থানীয় সন্ত্রাসী উজ্জ্বল, আরেক মাদক ব্যবসায়ী সিদ্দিকসহ ৫-৬ জন অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় পত্রিকা অফিস লণ্ডভণ্ড হয়ে যায়।

কয়েক মিনিটের হামলায় তারা অফিসের কয়েকজন সাংবাদিককে পিটিয়ে আহত করে। আমার মাথা এবং হাতেও আঘাত করে রক্তাক্ত করে। তাদের প্রত্যেকের হাতে ছিল লোহার রড এবং দেশীয় অস্ত্র। ঘটনার পরপরই আহত সাংবাদিকদের হাসপাতালে ভর্তি করা হয়।’

এদিকে, অভিযোগ উঠেছে, হামলার পরও পুলিশ নাকি মামলা নিতে চায়নি। পরবর্তীতে স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গের দাবির প্রেক্ষিতে পুলিশ মামলা গ্রহণ করে। সাংবাদিক নির্যাতনের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে স্থানীয় সন্ত্রাসী উজ্জ্বল জামিনে ছাড়া পায়। বাকি আসামিদের সকলেই শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

আলম রায়হান জানান, ‘বরিশালের সকল মাদক ব্যবসায়ীদের প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। রাজনৈতিক ছত্রছায়ায় তারা বরিশালে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। হামলাকারী তৌহিদ এবং তার সহযোগিরা সকলেও বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পুলিশের এমন নিরবতা স্থানীয়দের বেশ আতঙ্কিত করছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর সন্ধ্যায় পত্রিকা অফিসে ঢুকে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি হামলা চালায়। এসময় সাংবাদিক আলম রায়হানসহ তার সহকর্মীদের কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এই ঘটনায় আলম রায়হান থানায় মামলা দায়ের করেছেন।

বরিশালে কমিউনিটি পুলিশিং ডে ‍উদযাপনে বর্ণাঢ্য ‍আয়োজন

কোন মন্তব্য নেই


আগামী ৩০ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে। গত বছরের ন্যায় এবারও দিনটি উদযাপন করবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ লক্ষ্যে শনিবার সকাল ১১টায় প্রস্তুতি সভা করেছেন তাঁরা।

বিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)।

প্রস্তুতিমূলক সভায় কমিউনিটি পুলিশিং ডে আয়োজন অধিকতর সুন্দর, সাফল্যমন্ডিত ও ফলপ্রসূ করাতে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

প্রস্তুতিমূলক সভায় বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”, “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগান নিয়ে এবারের কর্মসূচি পালন করতে হবে।

এ কর্মসূচির মাধ্যমে জনগণের সেবা আরও নিশ্চিতের পাশাপাশি পুলিশিং কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে অপরাধমুক্ত একটি সমাজ গড়ার আহ্বান জানান তিনি। এছাড়াও দিবসটি উদযাপনে গৃহীত কর্মসূচির বিষয়ে নানা দিক নির্দেশনা প্রদান করেন বিএমপি কমিশনার।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (সদরদপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোহাম্মদ এনামুল হক,

উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলী হায়দার, উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, উপ-কমিশনার (ডিবি) মো. মনজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লঞ্চের সময় পেছানোর দাবি

কোন মন্তব্য নেই

রবিবার, অক্টোবর ১৭, ২০২১

ঢাকা-বরিশাল নৌপথে দৈনিক ১০ হাজারের বেশি যাত্রী চলাচল করে। এ যাত্রীদের প্রতিনিয়ত লঞ্চে পৌঁছাতে ঝামেলায় পড়তে হয়। বিশেষ করে রাজধানী থেকে সদরঘাটে পৌঁছাতে রাতে যানজটে নাকাল হতে হয়। বরিশাল নৌবন্দরে পৌঁছাতেও একই দুর্ভোগ। মন্ত্রী, এমপি, আমলাদের ফোনে লঞ্চ থেমে গেলেও সাধারণ যাত্রীরা যানজটে লঞ্চঘাটে পৌঁছাতে পারছে না। এমন দুর্ভোগ কাটিয়ে উঠতে লঞ্চ ছাড়ার সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার দাবি উঠেছে বরিশালের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও লঞ্চের সময়সূচি নিয়ে দুর্ভোগের নানা অভিযোগ ফুটে উঠছে। সংশ্লিষ্টরা মনে করেন, পদ্মা সেতু চালুর আগে লঞ্চ ছাড়ার সময়ে পরিবর্তন না আনা হলে যাত্রীরা লঞ্চ সার্ভিস থেকে মুখ ফিরিয়ে নেবে। বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মুস্তাফিজুর রহমান দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, লঞ্চের সময় পরিবর্তন করতে হলে যাত্রীদের দাবি বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছাতে হবে।

বরিশাল শরীরচর্চা পরিষদের সদস্য এ বি এম মাসুদ করিম সম্প্রতি ঢাকা থেকে রাতে লঞ্চ ধরতে সদরঘাটে পৌঁছাতে যানজটে পড়েন। একপর্যায়ে নির্ধারিত লঞ্চ না পেয়ে অন্য লঞ্চে বরিশালে ফিরতে হয়। তিনি বলেন, লঞ্চের সময় পিছিয়ে না দেওয়ায় হাজারো যাত্রী প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে।

এই রুটের এমভি সুন্দরবন-১০ লঞ্চের মাস্টার মজিবুর রহমান বলেন, বর্তমানে দৈনিক সাত-আটটি লঞ্চে ৮-১০ হাজার যাত্রী যাতায়েত করে। প্রথম ট্রিপ রাত ৮টা ৩৫ মিনিটে। শেষ ট্রিপ রাত ৯টা ৫০মিনিটে। নির্ধারিত সময় না মানায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে। অনেকেই যানজটে আসতে না পেরে ঘাট থেকে ফিরে যায়। অথচ ঢাকা থেকে বরিশালে ভোর ৪টায় এসে লঞ্চ পৌঁছায়। সে ক্ষেত্রে ১ ঘণ্টা পড়ে লঞ্চ ছাড়লে সমস্যা হবে না।

বরিশাল নগরীর অ্যাপোলো মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, ঢাকা-বরিশাল উভয় রুটে লঞ্চ ৯টার স্থলে ১০টায় ছাড়লে তেমন ক্ষতি নেই। যাত্রীরা বাসায় রাতে খেয়ে লঞ্চে পৌঁছাতে পারে, যানজটেরও সম্মুখীন হতে হয় না।

বরিশাল চেম্বার অব কমার্সের সহসভাপতি আমিনুর রহমান ঝান্ডা বলেন, এক ঘণ্টা পিছিয়ে দিলে কর্মজীবীরা স্বচ্ছন্দে লঞ্চে পৌঁছাতে পারেন। কিন্তু লঞ্চের ক্যানটিন চালু রাখতে মালিকেরা সহজে রাজি হবেন না। পদ্মা সেতু হলে বরিশালে মানুষের চলাচল বাড়বে। বিদেশি বিনিয়োগকারীরা দক্ষিণাঞ্চলে চলে আসবেন। সে ক্ষেত্রে লঞ্চের যাত্রীসুবিধা আরও বাড়াতে হবে।

নগরীর সমাজসেবক আনোয়ারুল হক তারিন বলেন, লঞ্চ সার্ভিসের সঙ্গে এই অঞ্চলের শত শত যাত্রীর স্বার্থ জড়িত। তাদের সুবিধায় উভয় প্রান্ত থেকে রাত সাড়ে ৯টা-১০টার মধ্যে লঞ্চ চলাচলের সময় নির্ধারণ করা যেতে পারে।

লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, যানজট এড়াতে ঢাকা থেকে লঞ্চ পিছিয়ে ছাড়া সম্ভব। কিন্তু বরিশাল থেকে একই সময়ে ছাড়া জটিল হবে। যাত্রীদের সময় পরিবর্তনের দাবি জানানো হলে মালিকেরা বিষয়টি নিয়ে ভাবতে পারেন। তবে এর জন্য বিআইডব্লিউটিএর কাছ থেকে সময় পরিবর্তনের আবেদন করতে হবে। পদ্মা সেতু চালু হলেও লঞ্চের যাত্রীসেবা নিয়ে খুব একটা সংকট হবে না। কেননা, লঞ্চ সার্ভিসের সেবা দিনদিন আরও আধুনিক হচ্ছে।

বরিশালে অনুষ্ঠিত পূজার অষ্টমীতে অঞ্জলি প্রদান ভক্তদের

কোন মন্তব্য নেই

বুধবার, অক্টোবর ১৩, ২০২১

 

বরিশালে অনুষ্ঠিত পূজার অষ্টমীতে অঞ্জলি প্রদান ভক্তদের

বরিশালে অনুষ্ঠিত হল অষ্টমী বিহিত পূজা। এদিন অঞ্জলি প্রদান করেন ভক্তরা। অষ্টমীতে ভক্তরা দেশ ও জাতীর মঙ্গল কামনা এবং করোনামুক্ত বিশ্ব কামনা করেন। রাতে আয়োজন করা হয়েছে মহানবমীর সন্ধি পূজা।

বরিশাল জেলা ও মহানগরীর ৬৩৪টি মণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ। আজ বুধবার সকাল থেকেই ভক্তরা নতুন পোশাক পড়ে ভীড় করেন মণ্ডপগুলোতে। সকাল ৭টায় শুরু হয় মহাষ্টমী পূজা। ভক্তরা মণ্ডপে মণ্ডপে গিয়ে নানা প্রত্যাশায় প্রার্থনা করেন। সকাল ১১টায় শুরু হয় অঞ্জলি।

এ সময় দুর্গা দেবীর পায়ে অঞ্জলি প্রদান করেন ভক্তরা। তারা দেশ ও জাতীর মঙ্গল কামনা এবং করোনামুক্ত বিশ্ব কামনা করেন মায়ের কাছে। আগামী দিনগুলো যাতে আরও ভালোভাবে কাটে, আবার আগের মতো যেন পূজাসহ সকল ধর্মীয় উৎসব পালন করতে পারেন সেই প্রার্থনা করেন তারা।
করোনা সত্ত্বেও এবার পূজায় উৎসবের কোন ঘাটতি হয়নি বলে জানিয়েছেন নগরীর সদর রোডের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের পুরোহিত পলাশ চক্রবর্তী। তিনি জানান, করোনার কারণে মাস্ক ছাড়া ভক্তদের মণ্ডপে প্রবেশে ছিল বেশ কড়াকড়ি। এছাড়া হাত ধোয়া এবং স্যানিটাইজারেরও ব্যবস্থা রয়েছে মন্দিরে।

জেলা ও মহানগর সবগুলো মন্দিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আগামীকাল শুক্রবার দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে ৫ দিনব্যাপী দুর্গোৎসবের।

বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় বরিশালের খোরশেদ আলম

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, অক্টোবর ১২, ২০২১

এডি সাইন্টিফিক ইনডেক্সের বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় এ বছর মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন বরিশাল  বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের  শিক্ষক ও গবেষক ড. মো. খোরশেদ আলম। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টরের দায়িত্ব পালন করছেন। গতকাল রোববার এডি সাইন্টিফিক ইনডেক্স নামে আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা সারা বিশ্বের ৭ লাখেরও বেশি বিজ্ঞানীর ও গবেষকের সাইটেশান এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করেছে।

এই র্যাং কিং করার ক্ষেত্রে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জন, এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন, বাংলাদেশের ১৭৯১ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. মো. খোরশেদ আলম তার প্রকাশিত আর্টিকেল, সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের বিবেচনায় এ তালিকায় স্থান পেয়েছেন।

ড. খোরশেদ আলমের অটোমোবাইল ক্যাটালিস্ট, এনোড ক্যাটালিস্ট, সোলার সেল, লিথিয়াম আয়ন ব্যাটারি, হেড ডিস্ক ড্রাইভ ইন্টারফেস ইত্যাদি গবেষণা ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে ড. মো. খোরশেদ আলম বলেন, বিজ্ঞানী ও গবেষকদের মর্যাদাপূর্ণ তালিকায় আমার নামটা দেখে বেশ ভালো লাগছে। আমার নামের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নামটাও এ ফোরামে উচ্চারিত হচ্ছে; যা আমাকে গবেষণা কর্মে আরও উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আরও অনেকে ভালো গবেষণা করছেন। এবার এ তালিকায় আমি একা স্থান পেলেও পরবর্তীতে হয়তো নামের তালিকাটা দীর্ঘ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

The post বরিশাল/ বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় খোরশেদ আলম first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/2YC6pcK

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি: ধর্ম প্রতিমন্ত্রী

কোন মন্তব্য নেই
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলা হয়েছে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। আমরা যে যে ধর্মের মানুষই হইনা কেনো, আমাদের কতিপয় দায়িত্ব-কর্তব্য রয়েছে। আমরা সমাজবদ্ধভাবে সামাজিক জীব হিসেবে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বরিশাল নগরীর কাশিপুর ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলম হোসেন। অনুষ্ঠানে বরিশাল বায়তুল মোকাররম মসজিদের ইমাম মাওলানা মো. শামসুল আলম, বরিশাল হিন্দুধর্মী কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সুরঞ্জিত দত্ত লিটু, বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিন্টু আন্দ্রীয় হালদারসহ বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে ধর্ম প্রতিমন্ত্রী নির্মাণাধীন বরিশাল বিভাগীয় মডেল মসজিদ পরিদর্শন করেন।

মর্মান্তিক: মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

কোন মন্তব্য নেই

সোমবার, অক্টোবর ১১, ২০২১

বরিশালেল মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার ৩ নম্বর চরএককরিয়া ইউনিয়নের উত্তর চর দাদপুর গ্রামে সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী  সূত্রে জানা গেছে, বাড়ির পাশের মাঠে রাতে ব্যাটমিন্টন খেলার জন্য থাকা বিদ্যুতের তার থেকে সংযোগ নিতে গিয়ে স্থানীয় আব্দুল মাজেদ মাঝির ছেলে শাকিল মাঝি (২০) ও দুলাল মৃধার ছেলে অপু মৃধা (২৬) বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেণ।

রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে লাশ ২টি তাদের হেফাজতে নিয়েছেন।

দুর্গোৎসব উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে ২৩ নং ওয়ার্ডে বস্ত্র বিতরণ

কোন মন্তব্য নেই

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন কাউন্সিলর এনামুল হক বাহার। পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের পক্ষে রোববার ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, নমশুদ্রপাড়া, হাওলাদার বাড়ি, সরকার বাড়ি ও তাজকাঠি এলাকায় এই বস্ত্র বিতরণ করা হয়েছে।

কাউন্সিলর এনামুল হক বাহার জানিয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচে বড় উৎসব উপলক্ষে তাদের নেতা বেশকিছু বস্ত্র পাঠিয়েছেন। যেগুলো স্থানীয় গণ্যমান্য ব্যক্তি-বিশেষের উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিতরণ করা হয়েছে।’

মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবি তুলে বরিশালে মানববন্ধন

কোন মন্তব্য নেই

রবিবার, অক্টোবর ১০, ২০২১

বরিশালে ‘বৈষম্যপূর্ণ বিশ্বে মানসিক স্বাস্থ্য-শ্লোগান নিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ অক্টবর) সকাল সাড়ে ১০টায় মনোবিজ্ঞান সমিতি বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল বিকেএসপি প্রধান কোচ মো. সালাম রহমান, বিকেএসপি কারাতে কোচ আরিফুল ইসলাম, লোকমান হাওলাদার হেদায়েতুজ্জামান চঞ্চলসহ অন্যান্যরা। এতে থেকে মানসিক সমস্যাগ্রস্থ মানুষের উপযুক্ত মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর আগে আয়োজকদের একটি ্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


গৌরনদীতে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

কোন মন্তব্য নেই

বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দরের রায়পট্রি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে টরকী বন্দরের রায়পট্রি এলাকায় অভিযান চালায়। সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক পাইকারি মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। অপর মাদক ব্যবসায়ী আরমান সরদার, মেরীনা বেগম খোকন বেপারীকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আরমান সরদার পৌরসভার সুন্দরদী (নবীনগর) মহল্লার কবির সরদারের পুত্র। মেরীনা বেগম পার্শ্ববর্তী কালকিনি উপজেলার জাজিরা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী এবং খোকন বেপারী পৌর এলাকার বড় কসবা মহল্লার লিয়াকত বেপারীর পুত্র।

ঘটনায় থানার উপ-পরিদর্শক খায়রুল আলম বাদি হয়ে মাদক দ্রব্য আইনে জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

করোনাভাইরাস: একদিনে বরিশালে আরও ২ রোগীর মৃত্যু

কোন মন্তব্য নেই

শনিবার, অক্টোবর ০৯, ২০২১

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন আছেন ৩১ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়েছে। যা গত বছর পিসিআর ল্যাব স্থাপনের পর সর্বনিম্ন সংক্রমণের রেকর্ড।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল শুক্রবার (৮ অক্টোবর) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৯ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৬ জন রোগী। ওই সময়ে নানা উপসর্গ নিয়ে ১০ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২ জন রোগীর। আজ শনিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩১ জন রোগী।

এর আগে গতকাল শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ জন, বৃহস্পতিবার ৩ জন, বুধবার মৃত্যু শূন্য, গত মঙ্গলবার ১ জন, সোমবার ৩ জন, রবিবার ৮ জন এবং শনিবার ৩ জনের মৃত্যু হয়। গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ২৮৯ রোগী সেখানে ভর্তি হন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪০৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার রাতে সব নমুনা পরীক্ষার রিপোর্টে ১৮০ জনের মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.১১ ভাগ। যা গত বছরের ৮ এপ্রিল বরিশালে আরটি পিসিআর ল্যাব চালুর পর সর্বনিম্ন শনাক্তের রেকর্ড। এর আগে গত ১৮ সেপ্টেম্বরও আরটি পিসিআর ল্যাবে ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়।

এর আগে গত বৃহস্পতিবার ২.৮৯ ভাগ, বুধবার ১৬.৩০ ভাগ, মঙ্গলবার ১.৪৩ ভাগ, সোমবার ৩.৫৯ ভাগ, রবিবার ৪.৮১ ভাগ এবং গত শনিবার ৮.০৪ ভাগ করোনা  শনাক্ত হয় আরটি পিসিআর ল্যাবে। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

বাকেরগঞ্জে গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

কোন মন্তব্য নেই

শুক্রবার, অক্টোবর ০৮, ২০২১

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে চরামদ্দি ইউনিয়নের মুগাখান মসজিদের পুকুরে গোসল করতে গিয়েছিল মাদ্রাসা ছাত্র বায়জিদ (১৪)।

এরপরে পুকুরে বায়জিদ তলিয়ে গেলে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

চরামদ্দি ইউপি চেয়ারম্যান গাউসল আলম লাল বলেন, স্থানীয়রা খোঁজাখুঁজি করে বায়জিদকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পুকুর থেকে বায়জিদের লাশ উদ্ধার করেন।

বায়জিদ পার্শ্ববর্তী দুধল ইউনিয়নের পেয়ারপুর গ্রামের আলম ফরাজির ছেলে ও চরামদ্দি মুগাখান মাদ্রাসার ছাত্র ছিলেন। বায়জিদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ইলিশ রক্ষায় অভিযান, বরিশালে ইউএনও’র নৌযানে হামলা

কোন মন্তব্য নেই


বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদার বাড়ি ঘাট সংলগ্ন গজারিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে জেলেদের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)। কয়েকজন জেলে একত্রিত হয়ে শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্পিডবোটকে সজোরে ধাক্কা দেয়। এত স্পিডবোটে থাকা দুই আনসার সদস্য আঘাত পেয়ে নদীতে পড়ে যান। তাদেরকে উদ্ধার করা হলেও এক আনসার সদস্যের আগ্নেয়াস্ত্র (শটগান) নদীতে তলিয়ে যায়।

আহত আনসার সদস্য মো. ইব্রাহিম ও মো. তুহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারে গজারিয়া নদীতে তল্লাশি শুরু করেছেন বরিশাল রিভার ফায়ার সার্ভিসের স্টেশনের ডুবুরিরা।

মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন মাসুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পরাজিত প্রার্থীর সন্ত্রাসীদের হামলায় বরিশালে ৩ সাংবাদিক রক্তাক্ত

কোন মন্তব্য নেই


বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় তিন সাংবাদিক এবং বিজয়ী প্রার্থীর তিন কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার নবজাগরনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থীই আওয়ামী লীগ দলীয়। সন্ধ্যার দিকে ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ী হন জাহিদ হাসান রুবেল। ফল ঘোষণার পর নবজাগরনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরাজিত প্রার্থী সৈয়দ গোলাম কবির মামুনের ছেলে মো. রাব্বির নেতৃত্বে ১৮-২০ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বিজয়ী প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালান। হামলার ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের মারধর করা হয়। পরে আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- মাহমুদ হোসাইন মামুন, নুরুল হক মিয়াজী, জহির উদ্দিন বাবর, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক ভোরের অঙ্গীকারের শিক্ষানবিশ রিপোর্টার মো. শাকিল, ঢাকা প্রতিদিনের বরিশাল প্রতিনিধি মাহফুজুর রহমান সবুজ এবং কলমের কণ্ঠের রিপোর্টার রিপন রানা।

উপ-নির্বাচনে বিজয়ী জাহিদ হাসান রুবেল অভিযোগ করেছেন, ফল ঘোষণার পর নবজাগরনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরাজিত প্রার্থী সৈয়দ গোলাম কবির মামুনের ছেলে মো. রাব্বির নেতৃত্বে চালানো হামলায় কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলাকারীদের গ্রেফাতার করে শাস্তির দাবি জানাই।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে পরাজিত প্রার্থী সৈয়দ গোলাম কবির মামুন বরিশালটাইমসকে জানান, হামলার ঘটনা আমার জানা নেই। আমার ছেলে রাব্বি ভোটগ্রহণ শেষ হলে বাসায় এসে ঘুমাচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় জাহিদ হাসান রুবেল মিথ্যা অভিযোগ এনে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছেন।

এদিকে রাতে হামলায় আহতদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বরিশাল মোট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার। তিনি আহতদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে বলেন, হামলাকারীদের আটকে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ঘুড়ি প্রতীক নিয়ে বিজয়ী হন জাহিদ হাসান রুবেল। তিনি ১ হাজার ৬৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী লাটিম প্রতীক নিয়ে গোলাম কবির মামুন পেয়েছেন ১ হাজার ৫৭৪ ভোট।

৭ হাজার ২১২ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৯৪৯ জন ভোট দিয়েছেন।


সিএনজির চাপায় বরিশালে পথচারী নিহত

কোন মন্তব্য নেই


বরিশাল নগরীতে সিএনজি চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সারে ১০টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিএন্ডবি রোড থেকে নথুল্লাবাদের দিকে দ্রুতগতিতে একটি সিএনজি যাচ্ছিল এসময় রাস্তা পার হতে যাওয়া এক পথচারী সিএনজির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় সিএনজি চালককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত নারীর নাম রিনা বেগম(৪০) তিনি লুৎফর রহমান সড়কের বাসিন্দা ও সালাম হাওলাদারের স্ত্রী।

স্বজনদের সূত্রে জানা যায়, মেয়ের জন্য মাছ কিনতে নথুল্লাবাদ মাছ বাজারের উদ্দেশে রওনা হন রিনা বেগম। এসময় রাস্তা পার হতে গিয়ে সিএনজির চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। নিহতের লাশ শেবাচিম হাসপাতালের মর্গে আছে সুরাতাহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ হালদার বলেন, গত রাতে সিএনজির চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে এবং সিএনজি চালক আটক আছেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam