Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

সিএনজির চাপায় বরিশালে পথচারী নিহত

শুক্রবার, অক্টোবর ০৮, ২০২১

/ by DNN24LIVE


বরিশাল নগরীতে সিএনজি চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সারে ১০টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিএন্ডবি রোড থেকে নথুল্লাবাদের দিকে দ্রুতগতিতে একটি সিএনজি যাচ্ছিল এসময় রাস্তা পার হতে যাওয়া এক পথচারী সিএনজির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় সিএনজি চালককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত নারীর নাম রিনা বেগম(৪০) তিনি লুৎফর রহমান সড়কের বাসিন্দা ও সালাম হাওলাদারের স্ত্রী।

স্বজনদের সূত্রে জানা যায়, মেয়ের জন্য মাছ কিনতে নথুল্লাবাদ মাছ বাজারের উদ্দেশে রওনা হন রিনা বেগম। এসময় রাস্তা পার হতে গিয়ে সিএনজির চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। নিহতের লাশ শেবাচিম হাসপাতালের মর্গে আছে সুরাতাহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ হালদার বলেন, গত রাতে সিএনজির চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে এবং সিএনজি চালক আটক আছেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam