নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালে কুরআন হাদিস অধ্যয়ন ও কল্যাণ ফোরামের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ০৯ অক্টোবর সকাল ১০টায় বরিশাল নগরীর পশ্চিম বগুড়া জামে মসজিদ কমপ্লেক্্ের ফোরামের নিজস্ব অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি সরকারি বিএম কলেজ বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান আ. খা. মো. আবদুর রবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম আবদুল কাদের ও মো. নূরুল আলমের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মো. মোকতার হোসাইন, অধ্যক্ষ আবদুর রশিদ খান, প্রফেসর মো. মোসলেমউদ্দিন সিকদার, প্রফেসর মো. আবদুর রব, প্রফেসর একেএম সুলতান, প্রফেসর হাবিবুর রহমান, মো. আমিনুল ইসলাম, রফিকুল আলম আজাদ, মু. আবদুল হাই, অধ্যাপক মাহবুবুল হক, সাংবাদিক আযাদ আলাউদ্দীন, মাওলানা কায়সার হামিদী প্রমুখ।
অনুষ্ঠানে কোরাস ইসলামী গান পরিবেশন করেন বরিশাল সাংস্কৃতিক সংসদের শিল্পীরা। সম্মেলনে বরিশাল কুরআন হাদিস অধ্যয়ন ও কল্যাণ ফোরামের মুখপত্র ‘আননূর’ সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
সম্মেলনে উপস্থিত সদস্যদের কন্ঠভোটে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. নূরুল হক কে সভাপতি ও বিএম কলেজের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর একেএম আবদুল কাদেরকে সাধারণ সম্পাদক করে কুরআন হাদিস অধ্যয়ন ও কল্যাণ ফোরামের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুজ্জামান নূরানী।
The post বরিশালে কুরআন-হাদিস অধ্যয়ন ও কল্যাণ ফোরামের সম্মেলন অনুষ্ঠিত first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/2Ysbowx