তার স্বামী আনোয়ার হোসেন পটুয়াখালীর সবুজবাগ এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে নাজমা সুলতানা জানান, বরিশালের কাউনিয়া থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ওই এলাকায় ভাড়ায় বসবাস করে দুটি সন্তানকে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করে। এর মধ্যে গত বছর ২৭ মে করোনায় আক্রান্ত হন আনোয়ার হোসেন। এরপর তিনি আরো বেশ কিছু জটিলরোগে আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন ছিলেন। একপর্যায়ে চলতি বছর ১ জানুয়ারি আনোয়ার হোসেনকে বরিশালের কাউনিয়া থানা থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় বদলি করেন তৎকালীন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
ডায়রিতে নাজমা উল্লেখ করেন, ২৬ আগস্ট বিকেল ৪টার দিকে তার সন্তানকে কোচিং থেকে নিয়ে বাসায় ফিরে এসে তার স্বামীকে আর দেখতে পাননি নাজমা। পরে বিভিন্ন স্থানে তাদের সকল আত্মীয়ের কাছে খোঁজখবর নিয়েও স্বামীর সন্ধান না পেয়ে সাধারণ ডায়রি করেন স্ত্রী।
নাজমা জানান, তাদের দু’ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে আয়াতুল্লাহ (১৩) বরিশাল জিলা স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ও ছোট ছেলে আলী নেওয়াজ (১০) বরিশালের একে সিরাজি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। বর্তমানে বাবার অনুপস্থিতিতে তাদের শিক্ষাকার্যক্রম বন্ধের উপক্রম।
সংবাদ সম্মেলনে নাজমা আরও বলেন, এক দিকে স্বামী নিখোঁজ, অন্য দিকে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। তারপর দুটি ছেলের শিক্ষাকার্যক্রমও বন্ধের পথে। সবমিলিয়ে এখন আমি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি। যে কারণে সন্তানদের নিয়ে আমি বর্তমানে পটুয়াখালীতে আমার শ্বশুরের বাসায় উঠেছি। তিনি তার স্বামীর সন্ধানের জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে তার স্বজনরা উপস্থিত ছিলেন।
The post বরিশালে নিখোঁজ পুলিশ কর্মকর্তার দেড় মাসেও সন্ধান মেলেনি first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3FuvdUY