পটুয়াখালী-বরিশাল
মহাসড়কের সদ্য খুলে দেওয়া লেবুখালীতে পায়রা সেতু এখন নতুন পর্যটন ও বিনোদন স্পটে পরিণত
হয়েছে।
রোববার
(২৪ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা গেছে, দুর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।
সঙ্গে রয়েছে স্থানীয়দের পদচারণা। তারা ভিড় করছেন মূল সেতু ও দুপাড়ের অ্যাপ্রোচ সড়কে।
আরও
দেখা গেছে, পরিবার ও বন্ধু বান্ধবসহ ঘুরতে এসেছেন অনেকেই। এক্সট্রাডোজ ক্যাবলে নির্মিত
দৃষ্টি নন্দন স্বপ্নের সেতুর সঙ্গে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে দর্শনার্থীদের।
এদিকে,
রাতে লাইটিংয়ের আলোতে দূর থেকে দেখলে মনে হবে শূন্যের উপর ভেসে আছে সেতুটি। সবমিলিয়ে
পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে সদ্য খুলে দেওয়া পায়রা সেতু।
রোববার
(২৪ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেতুটি জনসাধারণের পারাপারের জন্য
উন্মুক্ত ও শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে
সেতুটি উন্মুক্ত হলে ব্যস্ততম সড়কে জনসাধারণের পারাপারের বিরাট ধরনের ঝুঁকি তৈরি হবে
বলে মনে করছেন স্থানীয়রা।
দুর্ঘটনা
এড়াতে সেতুর দক্ষিণ পাড়ে টোল প্লাজার আগে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের রাস্তা
পারাপারের জন্য একটি ওভার ব্রিজ নির্মাণের দাবিও জানিয়েছে অনেকে।
সেতু
কেন্দ্রিক আগত নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির দাবি স্থানীয়দের।