Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বাংলাদেশে সব ধর্মের লোক শান্তিতে বসবাস করছে: ব্রিটিশ হাইকমিশনার

সোমবার, অক্টোবর ২৫, ২০২১

/ by DNN24LIVE

যুক্তরাজ্য সরকার সবসময় ধর্মীয় স্বাধীনতার পক্ষে। যুক্তরাজ্য বিশ্বাস করে বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

রোববার দুপুরে সাভারের কবিরপুর এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং বেক্সিমকো পিপিই পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলাকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি সন্তোষজনক উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন আরও বলেন, আমি মনে করি এটি শুধু বাংলাদেশের নয়, সবার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে মানুষের স্বাধীনতার কথা, বিশ্বাসের স্বাধীনতার কথা, মানুষের অধিকারের কথা এবং সব ধর্মের সমান অধিকারের কথা স্পষ্ট করা আছে। এছাড়া বাংলাদেশের শ্রমিকদের দক্ষ পরিশ্রমী উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিলে তারা কাজের মান আরও ভালো করবে।

এর আগে সকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং বেক্সিমকো পিপিই পার্ক পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন, ব্রিটিশ হাই কমিশনারের স্ত্রী তেরেসা আলবর, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনের বাণিজ্য বিনিয়োগ প্রধান ডেরেক গ্রিফিথস, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের শাসন রাজনৈতিক দলের প্রধান টম বার্জ।

বেক্সিমকো গ্রুপের ডিরেক্টর বেক্সিমকো টেক্সটাইল, অ্যাপারেলস পিপিই ডিভিশনের সিইও সৈয়দ নাভেদ হোসেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রতিনিধি দলকে বেক্সিমকো শিল্প পার্কে স্বাগত জানান। পরে ব্রিটিশ প্রতিনিধি দল বেক্সিমকো পিপিই পার্কের ভিতরে আধুনিক পিপিই উৎপাদন সুবিধা একই প্রাঙ্গণে অবস্থিত সেন্টার অব এক্সেলেন্স ইন্টারটেক ল্যাব পরিদর্শন করেন।

সময় প্রতিনিধি দলের কাছে বেক্সিমকো পিপিই টিম স্থানীয় আন্তর্জাতিক বাজারের জন্য হাসপাতাল গ্রেড গাউন, কভারঅল, সার্জিক্যাল মাস্ক, রেসপিরেটর এবং নন-ওভেন কাপড় তৈরির অত্যাধুনিক উৎপাদন সুবিধা তুলে ধরেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam