আর
কদিন পরই দেবী দুর্গা
আসছেন মর্তলোকে। তার আগমনকে ঘিরে
ঝালকাঠিতে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে।
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আগামী সোমবার শুরু হতে যাচ্ছে
শারদীয়া দুর্গা উৎসব।
এ
উপলক্ষে জেলার দুটি পৌরসভাসহ ৪টি
উপজেলায় ১৬৫টি সার্বজনিন ও ৪টি পারিবারিক পুজামন্ডবে রং তুলির শেষ আঁচড়ে হেসে
উঠছে সকল দেবতার সম্মিলিত
শক্তির প্রতিমূর্তি দেবী দুর্গার মুখ। একযোগে কাজ চলছে ঝালকাঠি
সদরের ৭৩ টি, কাঁঠালিয়া
উপজেলায় ৫৪ টি, রাজাপুরে
২১টি এবং নলছিটি উপজেলায়
২১ টি মন্ডপে। সোমবারের
পূর্বেই প্রতিমা তৈরীর সব কাজ শেষ
করতে হবে। এখন চলছে অঙ্গ সজ্জাসহ আলোক
সজ্জা এবং বড় বড়
তোরণ নির্মান কাজ।
বাংলাদেশ
পূজা উদযাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তরুণ কুমার কর্মকার
বলেন, করোনা পরিস্থিতিতে মন্ডপে স্বাস্থ্যবিধি নিশ্চিত রাখতে প্রতিটি মন্ডপ কমিটি প্রধানদের
নির্দেশনা দেয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশের মাধ্যমে এবারের শারদীয় উৎসবকে
বর্ণীলভাবে পালন করার আশাবাদী। পঞ্জিকা মতে, এ বছর দেবী দুর্গা আসবেন ঘোটকে করে, আর
গমন করবেন দোলায় চড়ে। এবছর মায়ের কাছে বিশ্ব মহামারি থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা
করা হবে।
ঝালকাঠির
জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, জেলার সকল পূজামন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য
পর্যাপ্ত পুলিশ ও আনসার নিয়োগ করা হবে।