Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরন নিহত-১: দগ্ধ ৭

শুক্রবার, নভেম্বর ১২, ২০২১

/ by DNN24LIVE

ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরনে ১ জন নিহত ও ৭ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে নোঙ্গর করে রাখা জাহজটিতে বিস্ফোরনের শব্দ শুনতে পান স্থানীয়রা।

প্রতক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে।  এরপর স্থাণীয লোকজন ও ফায়ার সার্ভিস গিয়ে  আগুণ নিয়ন্ত্রনে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।

এ সময় ঝালকাঠি সদর হাসপাতালে জাহাযের শুকানী কামরুল ইসলাম মারা যান।

বরিশাল শেবাচিমে আশংকাজনক অবস্থায় অনন্ত ৫ জন ভর্তি রয়েছে ।

ঝালকাঠি পদ্মা ডিপো সূত্র জানায়, সাগর নন্দিনি-৩ নামক জাহাজটি পেট্টোল ও ডিজেল নিয়ে চট্রগ্রাম থেকে ঝালকাঠিতে আসে। জাহাজটি প্দ্মা ডিপোতে তেল খালাস করার কথা ছিলো।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝালকাঠি জেলা প্রশাসক জানান, বিস্ফোরনের কারন এখনও জানা যায়নি, জাহাযে যারা ছিলেন, তারা অধিকাংশই গুরুতর আহত। আর দু একজন যারা রয়েছেন, তারা কিছুই জানাতে পারছেননা। জাহাজ থেকে যাদে দ্রুত তেল খালাস করা যায়, সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam