Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

সবার চেয়ে এগিয়ে নবাবকন্যা সারা

বৃহস্পতিবার, নভেম্বর ২৫, ২০২১

/ by DNN24LIVE

আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সারা আলী খানের নতুন ছবিআতরঙ্গি রে তবে সিনেমা হলে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। এই ছবিতে সারা থাকছেন দক্ষিণের তারকা ধানুশের বিপরীতে। রিঙ্কু চরিত্রে দেখা যাবে সারা আলী খানকে, বিষ্ণুর চরিত্রে ধানুশ।

দুই ভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক দ্বন্দ্ব নিয়ে তৈরি হয়েছে ছবিটি। দুটি ভিন্ন সময়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অক্ষয় কুমার ও ধানুশ—দুজনের সঙ্গেই প্রেমের সম্পর্কে দেখা যাবে নবাবকন্যা সারাকে। ছবির পরিচালক আনন্দ এল রাই বলেন, ‘এই চরিত্রের জন্য আমি এমন একজন অভিনেত্রী খুঁজছিলাম, যিনি প্রাণখুলে হাসতে পারেন। সারা তেমনই মেয়ে। ও দুনিয়াকে তোয়াক্কা করে না। ওর ইমোশনে কোনো কৃত্রিমতা নেই।’ তবে এ ছবিতে সারার প্রাপ্তি অক্ষয় কুমারের সঙ্গে অভিনয়।

বলিউডে পা রাখার আগেই সারা আলী খানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বাবা সাইফ আলী খান বা মা অমৃতার পরিচয়ের বাইরে নিজের পরিচয় গড়ে তুলেছেন সারা। প্রথম ছবি মুক্তির আগেই তাঁর সাক্ষাৎকার দেখা হয়েছে কোটিবারের বেশি। সেখানে মা-বাবার বিচ্ছেদ, কারিনাকে সৎমা হিসেবে পাওয়ার অনুভূতিসহ নানা প্রসঙ্গে কথা বলে হাততালি কুড়িয়েছেন। এরপর যে কটি ছবি মুক্তি পেয়েছে, সবই ছিল আলোচিত। মুক্তির পর ব্যবসায়িক সফলতাও মিলেছে বেশির ভাগ ছবিতে।

সারার বলিউড ক্যারিয়ারের বয়স মাত্র তিন বছর। আর ছবির সংখ্যাও হাতে গোনা। কিন্তু এই স্বল্প সময়ে সারার অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া। বিশেষ করে ইনস্টাগ্রামে দারুণ সক্রিয় এই তারকাকন্যা। সারা তাঁর ব্যক্তিগত ছবি নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করেন। নেট দুনিয়ায় তাঁর অসংখ্য গুণমুগ্ধ এবং নিবেদিত ভক্ত আছে। এ প্রজন্মের সারা একমাত্র অভিনেত্রী, যাঁর অনুসারীর সংখ্যা ৩৭ মিলিয়নের বেশি।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam