ঝালকাঠি কুতুবনগর মাদ্রাসা মাঠে জেলা ইমাম সমিতি এবং কুতুবনগর ইসলামী কমপ্লেক্সের যৌথ উদ্যোগে কিরাত ও ইসলামী সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
২১
নভেম্বর রবিবার সন্ধ্যারাতে কোরআনের সুরে ও ইসলামী সংগীতের সুরের মূর্ছনায় উজ্জীবিত
হয়ে ওঠেন ধর্মপ্রাণ দর্শক-শ্রোতারা। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতি
সম্পন্ন ক্বারীগন। সুললিত কণ্ঠে সুরা আর রহমান,
সুরা ফিল ও সুরা কাফিরুন পরিবেশন করলে উপস্থিত দর্শক-শ্রোতারা আল্লাহু আকবার ধ্বনিতে
পরিবেশ মুখরিত করে তোলেন। সেই সঙ্গে দেশপ্রেম ও ইসলামী জাগরণী সংগীত পরিবেশন করে সবাইকে
উজ্জীবিত করেন ইসলামী রেনেসাঁর জাগ্রত কবি মুহিব খান।
অনুষ্ঠানে
আরও কোরআন তেলাওয়াত করেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত কারি হাফেজগণ ও ইসলামী সংগীত পরিবেশন
করেন অনেক খ্যাতিমান শিল্পীরা। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের প্রধান আয়োজক ও সার্বিক
তত্ত্বাবধানে ছিলেন কুতুবনগর মাদ্রাসার অধ্যক্ষ এবং উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব
মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার মেয়র আলহাজ মো.
লিয়াকত আলী তালুকদার। জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল হাই নিজামী।