Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ভোলাকে টপকে দ্বিতীয় রাউন্ডে ঝালকাঠি জেলা

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৯, ২০২১

/ by DNN24LIVE

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন শীপ-২০২১  টুর্নামেন্ট'র খেলায় ভোলা জেলাকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ঝালকাঠি জেলা।

ভোলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ঝালকাঠি-ভোলা, পিরোজপুর-বরিশাল, পটুয়াখালী-বরগুনা এবং বাগেরহাট-সাতক্ষিরাসহ আটটি জেলাকে চারটি অঞ্চলে বিভক্ত করে প্রথম রাউন্ডের খেলা চলছে। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোলা পুলিশ লাইন মাঠে দ্বিতীয় খেলায় ভোলাকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠলো ঝালকাঠি। 

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর ও টিম ম্যানেজার হাবিবুর রহমান হাবিল, নলছিটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, ক্রীড়াবিদ রতন কুমারদত্ত, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, নলছিটি পূজা উদযাপন পরিষদ'র সম্পাদক তপন কুমার দাস, কোচ মোহম্মদ মোশারফ হোসেন, মিজানুর রহমান ভুট্টো, মোহম্মদ ফারুক হোসেন ভোলা পুলিশ লাইন মাঠে উপস্থিত ছিলেন ।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam