বেগম রোকেয়া সাখওয়াত হোসেন যে স্বপ্ন দেখছিলেন তার অনেকটাই আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। নারীরা এখন পুলিশ ও সশস্র বাহিনীতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বেগম রোকেয়া পদক-২০২১ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে দেওয়া এক ভার্চুয়াল বক্তব্যতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রংপুরে বেগম রোকেয়ার বাড়িটি সরকার সংরক্ষণ করেছে। সেখানে মেয়েদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। রংপুরের বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়ার নামেই করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, শুধু আইন করে নয়, নারীর বিষয়ে চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে, নারী সহযোদ্ধা এই চেতনা নিয়ে কাজ করতে হবে।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বিজয়ীদের মাঝে পদক হস্তান্তর করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পুরস্কার বিজয়ীরা হচ্ছেন- নারী শিক্ষার জন্য অধ্যাপক হাসিনা জাকারিয়া (বেলা), নারী অধিকার প্রতিষ্ঠার জন্য অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), নারী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নের জন্য ড. সারিয়া সুলতানা।