Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টি, রাজাপুরে ফসলে ক্ষতির শঙ্কা

মঙ্গলবার, ডিসেম্বর ০৭, ২০২১

/ by DNN24LIVE

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির সাথে বাতাস পরবর্তিতে জমে থাকা বৃষ্টির পানিতে আমন ধানসহ গাছ মাটিতে নুয়ে পড়েছে। এছাড়া খেসারি ডাল ও শীতকালিন শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।  এদিকে দুই এক দিনের মধ্যে জমে থাকা বৃষ্টির পানি নেমে না গেলে খেসারি ডাল ও অন্যান শীতকালিন শাক সবজির ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা। তবে ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠতে মাঠ পর্যায়ে কৃষকদের সব সময় পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানায় কৃষি দপ্তর।

উপজেলা সদরের পিংড়ি, বাড়ইবাড়ি, পুকুরিজানা, সাউথপুর, সাংগর, মানকিসুন্দর এলাকা ঘুরে দেখা গেছে, তিন দিনের টানা বৃষ্টি ও সাথে দমকা বাতাসে ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। অধিকাংশ ধানের ছড়া পানির মধ্যে ডুবে রয়েছে। খেসারি ডাল ও শীতকালি শাক সবজির বাগানে পানি জমে রয়েছে। 

কৃষক আমির হোসেন ও সেলিম মিয়া জানায়, এ বছর আমনের ফলন ভাল হয়েছে তবে ধানের মাঠে বৃষ্টির পানি জমায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।

জব্বার হোসেন জানায়, দেনা করে জমিতে শীকালিন বিভিন্ন শাক সবজির আবাদ করেছিলাম। হঠাৎ বৃষ্টি আর জমে থাকা পানির কারণে ফসলের ক্ষতি হলে লোকসানে পড়তে হবে। এব্যাপারে কৃষি অফিসের পরামর্শ জরুরি হলেও এখন পর্যন্ত মাঠপর্যায়ে তাদের কাউকে দেখা যায়নি। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর বলেন, পরিপক্ক হওয়ার কারনে আমন ধান ক্ষতির আশঙ্কা নেই তবে দুই দিনের বেশি সময় পানি জমে থাকলে খেসারি ডালের ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়াও অন্যান শীতকালিন শাক সবজিরও তেমন কোন ক্ষতি হবে না। ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠতে মাঠ পর্যায়ে কৃষকদের সব সময় পরামর্শ দেয়া হচ্ছে। চলতি বছরে ১১২৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মাঠে রয়েছে ৮৪৩০ হেক্টর জমির ধান বাকিটা কর্তন করা হয়েছে। ৬ হাজার হেক্টর জমিতে রবি শস্যের আবাদ হবার কথা থাকলেও বর্তমানে ৪ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। ২৩৫০ হেক্টর জমিতে খেসারি ডাল আর ৪৬০ হেক্টর  জমিতে শীতকালিন সবজি চাষ হয়েছে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam