Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বরিশালে ডিবি পুলিশের উপর হামলা আটক-২

শুক্রবার, জানুয়ারী ০৭, ২০২২

/ by DNN24LIVE

বরিশাল প্রতিনিধি:

বরিশাল নগরীতে মাদক উদ্ধার অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় দুই ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন। বরিশাল নগরীর রুপাতলি মান্নান খান সড়কে গত (৫ জানুয়ারী) বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নগর গোয়েন্দা পুলিশ স‚ত্রে জানা যায়, রুপাতলি মান্নান খান সড়কে ইয়াবার বেচাকেনা চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালান গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় সাব ইন্সপেক্টর খায়রুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৩ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করলে মাদক ব্যবসায়ীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে কনেস্টবল হানিফ ও আনোয়ার গুরুতর আহত হয়েছেন। আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একাধিক টিম গিয়ে হামলাকারীদের দুই জনকে আটক করেছেন ।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখার এডিসি মোঃ ফারুক হোসেন বলেন, মাদকের বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা আমাদের সদস্যদের উপর হামলা চালায়। তিনি আরো বলেন, এঘটনায় তেতাল্লিশ পিচ (৪৩) ইয়াবাসহ দুইজন আটক আছে, বাকি হামলাকারীদের ধরতে অভিযান চলমান আছে।

 

The post বরিশালে ডিবি পুলিশের উপর হামলা আটক-২ appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/3F8mXZC
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam