পিরোজপুরের ভান্ডারিয়ায় ভাতিজার হামলায় চাচার মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার তেলিখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড হরিণপালা গ্রামে।
তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সেপেক্টর মোঃ হারুনু অর রশিদ জানিয়েছেন ভাতিজার হামলায় নিহত আমির হোসেন মাঝির (৭১) সাথে আপন ভাইয়ের ছেলেদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘ দিন যাবৎ দ্বন্দ চলে আসছে।
শুক্রবার সকালে বিরোধীয় জমিতে চাচা আমির মাঝি খরের গাদি করতে মাটি কাটতে গেলে ভাতিজারা তাতে বাধা দেয়। এ সময় চাচা মাটি কাটতে অনড় থাকলে ভাতিজা দুলাল মাঝি চাচাকে মারধর করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেহেদি হাসান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুরে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
The post ভাতিজার হামলায় চাচার মৃত্যু appeared first on কাঠালিয়া বার্তা.
from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/3zWrugJ