Responsive Ad Slot

Weather - Tutiempo.net
বরিশাল – কাঠালিয়া বার্তা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বরিশাল – কাঠালিয়া বার্তা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভাতিজার হামলায় চাচার মৃত্যু

কোন মন্তব্য নেই

শুক্রবার, জানুয়ারী ১৪, ২০২২

পিরোজপুরের ভান্ডারিয়ায় ভাতিজার হামলায় চাচার মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার তেলিখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড হরিণপালা গ্রামে।

তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সেপেক্টর মোঃ হারুনু অর রশিদ জানিয়েছেন ভাতিজার হামলায় নিহত আমির হোসেন মাঝির (৭১) সাথে আপন ভাইয়ের ছেলেদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘ দিন যাবৎ দ্বন্দ চলে আসছে।

শুক্রবার সকালে বিরোধীয় জমিতে চাচা আমির মাঝি খরের গাদি করতে মাটি কাটতে গেলে ভাতিজারা তাতে বাধা দেয়। এ সময় চাচা মাটি কাটতে অনড় থাকলে ভাতিজা দুলাল মাঝি চাচাকে মারধর করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেহেদি হাসান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুরে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

The post ভাতিজার হামলায় চাচার মৃত্যু appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/3zWrugJ

বরিশালে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন

কোন মন্তব্য নেই

রবিবার, জানুয়ারী ০৯, ২০২২

বরিশাল প্রতিনিধি:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।

রোববার (৯জানুয়ারী) সকাল ১০ টায় গণভবন প্রান্ত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব) জাহিদ ফারুক এমপি, বরিশাল ৩ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি, বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ এমপি, বরিশাল ৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রতনা, সংরক্ষিত নারী সংসদ সদস্য রুবিনা আক্তার মিরা, মেয়র বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার বরিশাল আমিন উল আহসান সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

The post বরিশালে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/3n6BLBO

শেখ হাসিনার স্পর্শে বদলে গেছে বাংলাদেশ-পংকজ নাথ এমপি

কোন মন্তব্য নেই

বরিশাল প্রতিনিধি:

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলছেন, শেখ হাসিনার স্পর্শে বদলে গেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিকে বদলে যাওয়া বাংলাদেশের ১৩ বছর। রোববার (৯ জানুয়ারি) দুপুরে মেহেন্দিগঞ্জ জাঙ্গালিয়া ইউনিয়নে সিন্নিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তাব্যে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন প্রমূখ। শেষে এমপির উদ্দ্যেগে গরীব দুঃখী, মেহনতি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

The post শেখ হাসিনার স্পর্শে বদলে গেছে বাংলাদেশ-পংকজ নাথ এমপি appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/3r4TZEI

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৪শ’ কেজি জাটকা জব্দ

কোন মন্তব্য নেই

বরিশাল প্রতিনিধি:

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৪শ’ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম অভিযান চালিয়ে এই জাটকা উদ্ধার করেন।
রোববার (৯ জানুয়ারী) সকাল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এই বিপুল পরিমান জাটকা উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, আজ সকালে গোপন সংবাদে জানতে পেরে বরিশালের দপদপিয়া ব্রীজের টোলঘরের সামনে একটি ট্রাকে অভিযান চালায় বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিমের সদস্যরা। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে আনুমানিক ৪শ’ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা ইলিশ মৎস্য অফিসের প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসম‚হে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

 

The post বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৪শ’ কেজি জাটকা জব্দ appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/3f8fAGJ

গভীর রাতে বরিশালগামী সুরভী-৯ লঞ্চে আগুন

কোন মন্তব্য নেই

বরিশাল প্রতিনিধি:

মাঝ নদীতে আগুন আতঙ্কে বরিশাল-ঢাকা নৌ রুটের এমভি সুরভী-৯ লঞ্চ আটকে দিয়েছে নৌ-পুলিশ। যাত্রীদের কাছ থেকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাটে লঞ্চটি আটকে দেয়া হয়। যাত্রিদের দাবি, লঞ্চটির ইঞ্জিন রুম থেকে আগুনের ধোয়া বের হতে দেখেছে। এ নিয়ে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কোন একজন যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চান। এর পর পরই পুলিশ চাঁদপুরের মোহনপুর সুরভী-৯ লঞ্চটি আটকে দেয়া হয়েছে।

নৌ-পুলিশের মোহনপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়াহেদুজ্জামান বলেন, ‘লঞ্চটি আমাদের হেফাজতে রয়েছে। যাত্রী এবং তাদের মালামালের নিরাপত্তা আমরাই দিচ্ছি। যাত্রীরা জানিয়েছে লঞ্চের ইঞ্জিন রুমে তারা আগুন জ্বলতে দেখেছে এবং আগুন থেকে ধোয়ার সৃষ্টি হয়। এজন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তিনি বলেন, ‘লঞ্চটি আপাতত মোহনপুর ঘাটে বার্দিং করা আছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। তারা লঞ্চের ইঞ্জিনরুম থেকে শুরু করে সব জায়গায় খোঁজ খবর নিচ্ছেন। তাদের নির্দেশনা না পাওয়া পর্যন্ত লঞ্চ ঘাটেই বার্দিং করা থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, স¤প্রতি ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় অসংখ্য যাত্রী হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই নৌ পথে লঞ্চগুলোতে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

The post গভীর রাতে বরিশালগামী সুরভী-৯ লঞ্চে আগুন appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/3n9NLm6

প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকের আত্মহত্যা!

কোন মন্তব্য নেই

বরিশাল প্রতিনিধি:

অন্য জনের সঙ্গে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কলেজছাত্র কীটনাশক পান করে মারা গেছেন। গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে কীটনাশক পান করার পর গত শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পূর্ব কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (৮ জানুয়ারী) নিহতের পরিবার এ তথ্য নিশ্চিত করছে।
নিহত সাব্বির খান (১৮) পূর্ব কটকস্থল গ্রামের ব্যবসায়ী সাইদুল খানের ছেলে ও সরকারী গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

ব্যবসায়ী সাইদুল খান বলেন, কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তার ছেলে সাব্বির খান। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কীটনাশক পান করেন তিনি। প্রথমে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাত পৌনে ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে সাব্বির মারা যান।
সাব্বিরের সহপাঠীরা জানান, প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর শুনে সাব্বির বিপর্যস্ত হয়ে পড়েন। এরপরই কীটনাশক পান করে তার মৃত্যু হয়।

বরিশাল কোতোয়ালি থানার এসআই মো. কুদ্দুস বলেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করেছিলেন সাব্বিরের পরিবার। আবেদনের পর তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

The post প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকের আত্মহত্যা! appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/3qYttwS

বরিশালে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল সম্পন্ন

কোন মন্তব্য নেই

শনিবার, জানুয়ারী ০৮, ২০২২

বরিশালের সর্বস্তরের ওলামা মাশায়েখদের সমন্বয়ে ইন্টারন্যাশন্যাল ক্বিরাত রিসাইটেশন এসোসিয়েশনের (ইক্বরা) এর উদ্যেগে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারী) হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে বিকেল ৪ টায় মাহফিল শুরু হয় চলে রাত ব্যপি। স্টিমারঘাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা মির্জা শরফুদ্দিন বেগ এর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। এছাড়াও ক্বিরাত মাহফিলে আমন্ত্রিত আন্তর্জাতিক ক্বারীদের মধ্যে শাইখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী (শাইখুল কুররা, বাংলাদেশ),শাইখ ত্বহা আন নোমানী (শাইখুল কুররা, মিশর),ক্বারী হামেদ আলীযাদেহ (শাইখুল কুররা,ইরান),ক্বারী আলী রেযা রেযায়ী (শাইখুল কুররা, আফগানিস্তান),ক্বারী মুহাম্মাদ নাযীর আসগর( শাইখুল কুররা,ফিলিপাইন) উপস্থিত ছিলেন।

The post বরিশালে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল সম্পন্ন appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/34yTewc

বরিশাল অনূর্ধ্ব-১৯ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কোন মন্তব্য নেই

বরিশাল প্রতিনিধি:

বরিশাল অনূর্ধ্ব-১৯ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ জানুয়ারি) শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন, প্রবেশ অফিসার সাজ্জাদ পারভেজ, জেলা ক্রীড়া অফিসার মোঃ হোসাইন আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন অতিথিরা পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে ১৯ টি বিষয়ে প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পারে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

 

The post বরিশাল অনূর্ধ্ব-১৯ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/3JMxVHH

বরিশালে কলেজ অধ্যক্ষের অপসারনের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

কোন মন্তব্য নেই

বরিশাল প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের কামারখালীস্থ আলহাজ্ব হযরত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হাওলাদারের কলেজ থেকে দ্রæত অপসারন, আর্থিক দূনীতি, কলেজ পরিচালনায় সেচ্ছাচারিতা নিয়োগ বানিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করছে স্থানীয়রা।

স্থানীয় আওয়ামী লীগ সভাপতি ও ৩নং দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম কর্তৃক অধ্যক্ষের কক্ষে প্রবেশ শিক্ষক পরিষদের সামনে লাঞ্ছিত ও অপদস্থ করা সহ বিভিন্ন অজুহাত দেখিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে তারাও পাল্টা প্রতিবাদ সভা করার ঘটনায় উক্ত এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে।
শনিবার (৮ জানুয়ারী) সকাল ১০টায় ৩নং দাড়িয়াল ইউনিয়নের কামারখালী বাজার মীরমদন স্টান্ডে সড়কে অধ্যক্ষ জাকির হোসেন হাওলাদারের অপসারন চেয়ে সাধারন শিক্ষার্থী,সচেতন অভিভাবক ও ইউনিয়নের সর্বস্তরের ব্যানারে মানববন্ধন শেষে বিক্ষোভ প্রদর্শণ করে।

এসময় বক্তাব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ যুগ্ম অহবায়ক এইচ.এম আব্বাস, ত্রিড়া সম্পাদক মিন্টু খান,যুবলীগ সম্পাদক মঞ্জুর ইসলাম মনির,সগির আহমেদ,শিক্ষার্থী তামান্না আক্তার,সাথি আক্তার,সঞ্জয় পাল প্রমূখ। পরে স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দলীয় ও অঙ্গ সংগঠনের ব্যানারে দাড়িয়াল ইউনিয়ন সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষ আনিত মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবীতে এক প্রতিবাদ সভা করে। এসময় স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ,মহিলা লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অপরদিকে এঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে আলহাজ্ব হযরত আলী ডিগ্রী কলেজ মিলনায়তন সভা কক্ষে শিক্ষক-কর্মচারি সমিতি ফেডারেশনের বরিশাল বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে ও অধ্যক্ষ জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সমন্বয়ক অধ্যাপক মহসিন-ইল-ইসলাম হাবুল,আহবায়ক অধ্যাপক জলিলুর রহমান,যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, আহবায়ক প্রধান শিক্ষক রেজাউল করিম,যুগ্ম আহবায়কপ্রধান শিক্ষক এস.এম শফিউল আজম,আব্দুস ছালাম,কলেজ গর্ভনিং বডির সদস্যমোতাহার হোসেন হাওলাদার ও স্থানীয় রাজনৈতিক নেতা বসির আহমেদ সবুজ, ভাইস প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন প্রমূখ।

তারা অভিযোগ করে বলেন কলেজ পরিচালনায় অনাকাংক্ষিত হস্তক্ষেপে শিক্ষা স¤প্রসারনে অন্যতম বাধা অথচ স্থানীয় চেয়ারম্যান গর্ভনিং বডির নির্বাচনে নিজের পচন্দমত একাধিক ব্যাক্তির নাম দিয়ে অযৌক্তিক চাপ প্রয়োগ করতে থাকেন। যেটা অযৌক্তিক ও বিধি বহিভ‚ত এরকম চাপের কাছে নতি স্বিকার না করার কারনেই অধ্যক্ষের সাথে এই শোভন আচরন করায় প্রতিবাদ ও তিব্র নিন্দ্রা জানান।
উল্লেখ্য, গত ১লা জানুয়ারী শনিবার আলহাজ্ব হযরত আলী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ জাকির হোসেন হাওলাদারের কক্ষে প্রবেশ করে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি,চেয়ারম্যান ও গভনিং বডি সদস্য মোঃ শহিদুল ইসলাম কর্তৃক লাঞ্ছিত, অপদস্থ সহ অশব্য ভাষায় গালিগালাজ করার ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এঘটনায় শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় জন সাধারন প্রতিবাদ করে মানববন্ধন কর্মস‚চি পালন করে বলে শিক্ষক-কর্মচারি পরিষদ থেকে লিখিতভাবে অভিযোগ করেন।

The post বরিশালে কলেজ অধ্যক্ষের অপসারনের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/3FkBMbD

বরিশালে ডিবি পুলিশের উপর হামলা আটক-২

কোন মন্তব্য নেই

শুক্রবার, জানুয়ারী ০৭, ২০২২

বরিশাল প্রতিনিধি:

বরিশাল নগরীতে মাদক উদ্ধার অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় দুই ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন। বরিশাল নগরীর রুপাতলি মান্নান খান সড়কে গত (৫ জানুয়ারী) বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নগর গোয়েন্দা পুলিশ স‚ত্রে জানা যায়, রুপাতলি মান্নান খান সড়কে ইয়াবার বেচাকেনা চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালান গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় সাব ইন্সপেক্টর খায়রুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৩ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করলে মাদক ব্যবসায়ীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে কনেস্টবল হানিফ ও আনোয়ার গুরুতর আহত হয়েছেন। আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একাধিক টিম গিয়ে হামলাকারীদের দুই জনকে আটক করেছেন ।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখার এডিসি মোঃ ফারুক হোসেন বলেন, মাদকের বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা আমাদের সদস্যদের উপর হামলা চালায়। তিনি আরো বলেন, এঘটনায় তেতাল্লিশ পিচ (৪৩) ইয়াবাসহ দুইজন আটক আছে, বাকি হামলাকারীদের ধরতে অভিযান চলমান আছে।

 

The post বরিশালে ডিবি পুলিশের উপর হামলা আটক-২ appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/3F8mXZC

শেবাচিমে হৃদরোগীদের ওষুধ সরবরাহ বন্ধ

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, জানুয়ারী ০৬, ২০২২

হৃদরোগের রোগীদের জন্য স্ট্রেপটোকিনাস ও এক্সাপেরিন নামের ইনজেকশনের একটির মূল্য ৫ হাজার টাকা করে। এটি সরকারী ভাবে বিনামূল্যে রোগীর জীবন রক্ষাকারী জরুরী হিসেবে রোগীদের শরীলে দেওয়া হতো। কিন্তু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের এটি প্রায় ৩ মাস ধরে সরবরাহ বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছে দরিদ্র রোগীরা।

প্রায় তিন মাস ধরে আপদকালীন ভান্ডারের ওষুধ সরবরাহও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ। পর্যাপ্ত ওষুধ সরবরাহ পেলে রোগীদের চাহিদা প‚রণ করা সম্ভব হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক হৃদরোগ বিভাগ চালু হয় ২০১১ সালে। এই ওয়ার্ডে হৃদরোগে আক্রান্ত রোগী ভর্তির পর প্রথম ১২ ঘণ্টায় হাসপাতাল থেকে বিনাম‚ল্যে সরবরাহ দেওয়া হতো স্ট্রেপটোকিনাস (ঝঃৎবঢ়ঃড়শরহধংব) নামে একটি ইনজেকশন।

এই ইনজেকশনের একটির মূল্য ৫ হাজার টাকা এবং আরেকটির মূল্য ৫০০ টাকা। যার বাজার ম‚ল্য ৫ হাজার টাকা। একই সাথে রোগীকে এক্সাপেরিন (ঊহড়ীধঢ়বৎরহ) নামে দুটি ইনজেকশন দেওয়া হতো। যার বাজার মূল্য ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা। এতে আর্থিক স্বাচ্ছন্দ পেত দরিদ্র রোগীরা। গত বছরের জুলাই মাসে কেন্দ্রীয়ভাবে মূল্যবান এসব ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয় সরবরাহ বন্ধের পর হাসপাতাল কর্তৃপক্ষ দরিদ্র রোগীদের অসহায়ত্ব বিবেচনায় আপদকালীন সংগ্রহ থেকে রোগীদের বিনাম‚ল্যে ওই ওষুধ সরবরাহ করতো।

কিন্তু গত মধ্য অক্টোবর থেকে আপদকালীন সরবরাহ থেকে ম‚ল্যবান ওই ওষুধ সরবরাহও বন্ধ হয়ে যায়। এতে হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন দরিদ্র রোগীরা পড়েছেন চরম বেকায়দায়। সময় মতো জীবন রক্ষাকারী জরুরি ওষুধ না পেয়ে বিপন্ন হয়ে পড়ছে চিকিৎসাধীন রোগীদের জীবন। গত ১০ বছর আগে ১০ শয্যা দিয়ে শুরু করা শেবাচিমের হৃদরোগ বিভাগে এখন পর্যন্ত শয্যা সংখ্যা না বাড়লেও গড়ে এই ওয়ার্ডে রোগী ভর্তি থাকে ৬৫ জন।
কর্তৃপক্ষের তথ্য মতে, প্রতিমাসে এই ওয়ার্ডে রোগী মৃত্যুর হার ৮ থেকে ১০ ভাগ। সরকারি সরবরাহ বন্ধ থাকায় এই ওয়ার্ডে ভর্তি রোগীর বেঁচে থাকার জন্য ওষুধের যোগান দিতে গিয়ে হাফিয়ে উঠেছে তাদের স্বজনরা। তাদের দাবি, হাসপাতাল থেকে জ্বর আর গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হয়। অন্য সব মূল্যবান ওষুধ নিজেদের টাকায় কিনতে হয়। প্রতি বছর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ২ কোটি টাকার ওষুধ সরবরাহ করা হয়। কিন্তু জীবন রক্ষাকারী জরুরি এসব ওষুধ কেন্দ্র থেকে সরবরাহ বন্ধ থাকায় সেগুলো রোগীদের দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ পেলে রোগীদের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। ওই ওষুধ সরবরাহের জন্য কেন্দ্রীয় দপ্তরে তাগাদা দেওয়া হয়েছে।

 

The post শেবাচিমে হৃদরোগীদের ওষুধ সরবরাহ বন্ধ appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/31w2S1o

বরিশাল স্বাস্থ্য বিভাগে নতুন পরিচালকের যোগদান

কোন মন্তব্য নেই

বুধবার, জানুয়ারী ০৫, ২০২২

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন ডা. মো. হুমায়ুন শাহীন খান। বুধবার (৫ জানুয়ারি) তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের নতুন সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পার-২ অধিশাখার প্রজ্ঞাপন অনুযায়ী ডা. মো. হুমায়ুন শাহীন খান বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের নতুন বিভাগীয় পরিচালক পদে যোগদান করেছেন। এর আগে সোমবার (৩ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে যোগদানের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ অধিশাখার উপ সচিব জাকিয়া পারভীন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক পদে ডা. মো. হুমায়ুন শাহীন খান কর্মস্থলে যোগদান করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

The post বরিশাল স্বাস্থ্য বিভাগে নতুন পরিচালকের যোগদান appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/3HCASIP

বরিশালে আসামী ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার -৭

কোন মন্তব্য নেই

বরিশালে মামলার এজাহার নামীয় আসামী আটকের পর ছিনিয়ে নেয়া এবং পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জয়ন্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২৫ জনের নাম উল্লেখ ও ২৫/৩০ জন অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করা হয়। কোতয়ালী পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়া আসামি শহিদসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। ইতোমধ্যে যে ৭জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ আটককৃতরা হলো তারেক শাহ, শহিদুল, স্বপন, অলি, পারুল বেগম, পারভেজ, রাজিব। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভ‚ঞা বলেন, যে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তাকে হাতকড়াসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া যারা তাকে ছিনিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বাকীদের গ্রেফতার অভিযান চলছে।

 

The post বরিশালে আসামী ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার -৭ appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/3G1B6sB
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam