Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৪শ’ কেজি জাটকা জব্দ

রবিবার, জানুয়ারী ০৯, ২০২২

/ by DNN24LIVE

বরিশাল প্রতিনিধি:

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৪শ’ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম অভিযান চালিয়ে এই জাটকা উদ্ধার করেন।
রোববার (৯ জানুয়ারী) সকাল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এই বিপুল পরিমান জাটকা উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, আজ সকালে গোপন সংবাদে জানতে পেরে বরিশালের দপদপিয়া ব্রীজের টোলঘরের সামনে একটি ট্রাকে অভিযান চালায় বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিমের সদস্যরা। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে আনুমানিক ৪শ’ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা ইলিশ মৎস্য অফিসের প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসম‚হে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

 

The post বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৪শ’ কেজি জাটকা জব্দ appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল – কাঠালিয়া বার্তা https://ift.tt/3f8fAGJ
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam