Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

শিকলে বেঁধে রাখা মাদকসেবীকে চিকিৎসার জন্য নিরাময় কেন্দ্রে প্রেরণ

রবিবার, মার্চ ০৬, ২০২২

/ by DNN24LIVE

বরিশাল প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় মাদকসেবী ছেলের অত্যাচার অতিষ্ঠ হয়ে ছেলেকে শিকলে বেঁধে রেখেছে পরিবারের লোকজন। এঘটনা জানার পর বাকাল ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে ওই মাদক সেবীকে শিকলমুক্ত করে চিকিৎসার জন্য মাদক নিরাময় কেন্দ্রে প্রেরণ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মনির খলিফার ছেলে মাদকসেবী মালেক খলিফা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে নিজের পিতা মনির খলিফা ও মাতা সাফিয়া বেগমকে মারধর করে নিজেদের ঘর ও আসবাবপত্র ভাংচুর করে।

মাদকসেবী মালেক খলিফার পিতা মনির খলিফা জানান, ‘আমার ছেলের মাদক সেবনে বাঁধা দেওয়ায় পাশের বাড়ির জবেদ পাইকের ঘরও ভাংচুর করেন মালেক। তার অত্যাচার সইতে না পেরে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখা হয়।’

এদিকে শিকলে বাঁধার ঘটনা জানতে পেরে উপজেলার বাকাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বিপুল দাস ও ইউপি সদস্য মামুন পাইক শনিবার রাত ১টায় মনির খলিফার বাড়িতে গিয়ে মালেককে শিকলে বাঁধা থেকে মুক্ত করে তার চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করে ফরিদপুর মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠিয়েছে। এছাড়াও তার চিকিৎসার সার্বিক ব্যয় ভার ইউপি চেয়ারম্যান বহন করারও আশ্বাস দিয়েছেন।

The post শিকলে বেঁধে রাখা মাদকসেবীকে চিকিৎসার জন্য নিরাময় কেন্দ্রে প্রেরণ appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/vo3Zjf5
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam