Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বরিশালের মেয়ে শাকিলার নাসরীন স্মৃতিপদক লাভ

সোমবার, মার্চ ০৭, ২০২২

/ by DNN24LIVE

বরিশাল প্রতিনিধি:

স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় বিশেষ অবদান ও মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রশংসনীয় অবদান রাখায় নাসরীন স্মৃতিপদক পেয়েছেন তরুণ নারী অধিকার কর্মী শাকিলা ইসলাম।
বরিশাল নগরীর মেয়ে শাকিলা ইসলাম দেশের শীর্ষস্থানীয় যুব জলবায়ু নেটওয়ার্ক ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সহ-প্রতিষ্ঠাতা ও জাতীয় সমন্বয়কারী। রবিবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উদ্ধসঢ়;যাপন উপলক্ষ্যে রবিবার দুপুরে এ্যাকশন এইড বাংলাদেশের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে নারী অধিকার আন্দোলনের অন্যতম কান্ডারী নাসরীন পারভীন হক স্মরণে শাকিলা ইসলামের হাতে স্মৃতিপদক তুলে দিয়েছেন এ্যাকশন এইড’র কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাসরীন পারভীন হকের বড় বোন ও নারীপক্ষের সদস্য শিরিন হক, ইউবিকো’র ব্যবস্থাপনা পরিচালক এমএ মোস্তফা বিল্লাল প্রমূখ।

The post বরিশালের মেয়ে শাকিলার নাসরীন স্মৃতিপদক লাভ appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/qh7Q316
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam