Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

মানুষের বাচ্চার কামড়ে সাপের বাচ্চার মৃত্যু

বুধবার, জুন ০৮, ২০২২

/ by DNN24LIVE

সবসময় জেনে এবং দেখে এসেছি সাপের কামড়ে মানুষ মারা যায়। তবে এবার এক বিরল ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গায়।ইয়েক শিশুর কামড়ে মারা গেছে একটি সাপের বাচ্চা।

মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে।

পরে শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একবছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস একই গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন।

শিশু জান্নাতুলের মা শিলা খাতুন বলেন, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরের মধ্যে খেলছিল জান্নাতুল। একপর্যায়ে খেলতে খেলতে দুইজনেই খাটের নিচে চলে যায়। এ সময় খাটের নিচে থাকা একটি গোখরা সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় সে। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশু জান্নাতুল। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকের কাছে দেওয়া হয়েছে।

সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন বলেন, শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে কয়েকঘণ্টা পর্যবেক্ষণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam