Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

হাসিনা বেগমের খুনীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বুধবার, জুন ০৮, ২০২২

/ by DNN24LIVE

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: কাঠালিয়া উপজেলার পাটিকেলঘাটা ইউনিয়নের হাসিনা বেগম হত্যার ৮মাস পরে প্রকৃত খুনীদের চিহ্নিত করে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের বোন দাবীদার বোন খাদিজা বেগম। আজ সোমবার দুপুর ১ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান। সংবাদ সম্মেলনে তিনি নিহত হাসিনার স্বামী জালাল জমাদ্দারকে গ্রেপ্তর করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনায় জড়িত আসল খুনীদের পরিচয় বেড়িয়ে আসবে বলে দাবী করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খাদিজা বেগম বলেন, গত ০৭ অক্টোবর ২০২১ইং তারিখ তার আপন ছোট বোন হাসিনা বেগমকে নিজ করে ডুকে অজ্ঞাত দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এঘটনার তিন দিন পর ১০ অক্টোবর বোনের ছেলে ইউপি সদস্য রিপন জমাদ্দার বাদী হয়ে প্রকৃত হত্যাকারীদের পাশকাটিয়ে তার নির্বাচনী প্রতিপক্ষ নিরাপরাধ ব্যক্তিদের নামে কাঠালিয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে। 

হত্যাকান্ডের পর তিনি নিহত বোনের স্বামী জালাল জমাদ্ধারের বাড়ীতে গিয়ে কয়েকদিন বসবাস কালে তার ও বোনের ছেলে রিপনের কর্মকান্ড, প্রতিবেশী কয়েকজনের বক্তব্য ও ঘরের যেখানে সিধকেটে খুনীরা প্রবেশ করেছে সেই স্থান দেখে নিশ্চিত হয়েছেন যে দায়েরকৃত হত্যা মামলাটি সম্পূর্ন বানোয়াট-পরিকল্পিত।

তিনি জানতে পারেন যে, বোনের ছেলে রিপনের ইউপি নির্বাচন কালে যারা বিরোধীতা করেছে তাদের শায়েস্তা করতে বোন জামাই জালাল জমাদ্দারের সহযোগীতায় নিজেস্ব লোক দিয়ে ডাকাতীর ঘটনা সাজাতে গিয়ে হাসিনা বেগমকে কুপিয়ে আহত করতে গিয়ে হত্যা করে ফেলে।

সংবাদ সম্মেলনে খাদিজা বেগম আরো বলেন, প্রকৃত ঘটনা জানতে পেরে বোন হাসিনা বেগমের প্রকৃত খুনীদের বিরুদ্ধে তিনি বাদী হয়ে বোনের জামাই জালাল জমাদ্দারসহ ১০জনকে আসামী করে গত ০৩ জানুয়ারী ২০২২ইং তারিখ ঝালকাঠি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

কিন্তু দীর্ঘদিন পেড়িয়ে গেলেও কাঠালিয়া থানা পুলিশ রহস্য জনক কারনে প্রকৃত আসামীদের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করছেনা।তাই তিনি সুষ্ঠ তদন্তের মাধ্যামে হত্যাকারীদের বিচার দাবি করেন।

এ ব্যাপারে পাটিকেলঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য ও হাসিনা বেগমের পুত্র রিপন জমাদ্দার বলেন, তার মায়ের খুনীদের গ্রেপ্তার ও তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পরিবারের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু বোন দাবী করে সংবাদ সম্মেলনকারী খাদিজা বেগম নামে আমার কোন খালা নেই। উক্ত খাদিজা বেগম আমার মায়ের খুনীদের রক্ষা করার জন্য কথিত বোন সেজে ষড়যন্ত্র মূলক ভাবে মামলা দায়েরের চেষ্টা করে ব্যর্থ হয়ে এখোন সাংবাদিকদের কাছে বোন দাবী করে মিথ্যা সংবাদ সম্মেলন করছে। 

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam