Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

পাথরঘাটায় মেছোবাঘ উদ্ধার

বুধবার, জুন ০৮, ২০২২

/ by DNN24LIVE

বরগুনার পাথরঘাটায় একটি মেছোবাঘ উদ্ধার করেছে বন বিভাগ।মঙ্গলবার বেলা ১০ টার দিকে পাথরঘাটা উপজেলার পূর্ব কালমেঘা গ্রামের  চান মিয়ার বাড়ির গোয়াল ঘর থেকে বাঘটিকে উদ্ধার করা হয়। পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কালাম এর সত্যতা নিশ্চিত করেন।

পাথরঘাটা বন বিভাগের সদর বিট অফিসার মোঃ শহিদ মিয়া জানান, সোমবার রাত ১১টার দিকে কালমেঘা ইউনিয়নের চান মিয়ার গোয়াল ঘরের মধ্যে গরুর ওপর আক্রমণ করে মেছোবাঘ। এ সময় গরুর ডাকচিৎকারে লোকজন ছুটে এসে বাঘটি গোয়ালের মশাড়ির মধ্যে আটকা পড়েছে দেখতে পায়। এ সময় মাসুদ নামের এক কৃষক জাপটে ধরে শিকল দিয়ে বেঁেধ ফেলে বাঘটি। আজ বেলা ১০টার সময় সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষক বাঘবন্ধুদের মাধ্যমে বন বিভাগের লোকজন খবর পেয়ে মেছোবাঘটিকে উদ্ধার করে।

গোয়াল ঘরের মালিক চান মিয়া জানান, দীর্ঘ দিন ধরে এই বাঘটি এলাকার মানুষের হাঁস, মুরগী, গরু, ছাগল কবুতরসহ নানা ধরণের প্রানী মেরে ফেলেছে। এর ভয়ে ছোট ছোট ছেলেমেয়েরা রাতে ঘর থেকে বাহিরে বের হয়না। আজ অনেক কষ্টের পর ৭ ফুট লম্বা বাঘটিকে আটক করা হয়েছে। বাঘটি আটক করার সময় ৪ জন আহত হয়েছে।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কালাম জানান, বাঘটি উদ্ধারের পর প্রানী অধিদপ্তরে চিকিৎসা দেয়া হয়েছে। বিকালে পাথরঘাটার হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam