Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

মা হচ্ছেন প্রসূন আজাদ

বুধবার, জুন ০৮, ২০২২

/ by DNN24LIVE

শোবিজকে বিদায় জানিয়ে পুরোদস্তুর সংসারী অভিনেত্রী প্রসূন আজাদ। ২০২১ সালের ৩০ জুলাই প্রেমিক ফারহানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।ঠিক এক বছরের মাথায় তিনি দিলেন সুখবর। মা হতে চলেছেন তিনি।

প্রসূন বলেন, জীবনের সবচেয়ে আনন্দঘন সময় কাটাচ্ছি। আমার স্বামী সব সময় আমার দেখাশোনা করছে। সেই সঙ্গে শ্বশুরবাড়ির সবাই পাশে আছেন। মা হওয়ার মাধ্যমে একজন নারী জীবনের পূর্ণতা লাভ করে। আমিও ভাবতাম কবে পরিপূর্ণ নারী হবো। এবার আল্লাহ আমার সেই আশা পূর্ণ করতে যাচ্ছেন।

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন প্রসূন আজাদ। এরপর নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র সব মাধ্যমে নিয়মিত কাজ করতে থাকেন। ‘অচেনা হৃদয়’ দিয়ে সিনেমায় পা রাখেন এই অভিনেত্রী। সবশেষ গত বছর মুক্তি পেয়েছে প্রসূন অভিনীত রাশিদ পলাশের সিনেমা ‘পদ্মাপুরাণ’।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam