সত্য প্রকাশে আপোষহীন ভাবেই এগিয়ে চলবে দৈনিক গাউছিয়া। গ্রামীন জনপদের সব মানুষের প্রাণের কথা উঠে আসবে দৈনিক গাউছিয়ার পাতায় পাতায়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। দৈনিক গাউছিয়া’র নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় এমন অঙ্গীকারই ব্যক্ত করলেন আতিথিরা।
এর আগে দৈনিক গাউছিয়া’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।
দৈনিক গাউছিয়া’র ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, ঝালকাঠি চেম্বার অব কমার্সের সভাপতি মু. মুনিরুল ইসলাম তালুকদার, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহাম্মুদ।