ঝালকাঠিতে গ্রাম পর্যায়ে বিশ্ব দুর্গা পূজা শারদ সম্মান ২০২২ পেয়েছে সদর উপজেলার শাখাগাছি পঞ্চগ্রাম সম্মিলনী শ্রীশ্রী দুর্গা মন্দির ।
বুধবার বিকেলে শারদাঞ্জলি ফোরাম, বিশ্ব দুর্গা পূজা, মন্দির টিভি এর আয়োজনে গ্রাম পর্যায়ে সেরা দুর্গা পূজা উপহার দেওয়ায় তাদের এ সম্মাননা দেওয়া হয়।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মন্দির টিভির বরিশাল বিভাগীয় পূজা পরিদর্শক দীপঙ্কর ঢালী দিপু, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অসীত বরন সাহা, অলোক সাহা।
শাখাগাছি
পঞ্চগ্রাম সম্মিলনী শ্রীশ্রী দুর্গা মন্দিরের উপদেষ্টা,
অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক জীতেন্দ্রনাথ
হাদলারের সভাপতিত্বে অন্যনের মধ্যে বক্তব্য রাখেন,
পঞ্চগ্রাম সম্মিলনী শ্রীশ্রী দুর্গা মন্দিরের উপদেষ্টা,
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিত্যানন্দ
বালা, নবগ্রাম ইউনিয়ন পূজা উদযাপন
পরিষদের সভাপতি সুশীল হালদার,
পঞ্চগ্রাম সম্মিলনী শ্রীশ্রী দুর্গা মন্দিরের সহ-সভাপতি আশিষ হালদার।
বক্তব্য শেষে মন্দিরের নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।