বাসের ধাক্কায় নলছিটির দপদপিয়া এলাকায় এক ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) দুপুরে দপদপিয়া চৌমাথা
এলাকায় এ
ঘটনা ঘটেছে।
এঘটনায় স্থানীয়রা
ক্ষিপ্ত হয়ে আধা ঘন্টা বরিশাল কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে
নলছিটি
থানা
পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্তকরলে যানচলাচল স্বাভাবিক
হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দপদপিয়া চৌমাথা
এলাকায় সড়ক পারাপারের সময় বেপরোয়া গতিতে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস ঔষধ কোম্পানির
বিক্রয় প্রতিনিধি অসিম কুমার দাস (৫০) কে ধাক্কা
দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অসিমকুমার কয়েক বছরধরে
একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে বরিশালে কর্মরত ছিলেন। তাহার
বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে।
এ বিষয়ে
নলছিটি
থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, রবিবার দুপুরে
নলছিটির
দপদপিয়া
এলাকায় বাসের সাথে ধাক্কায় অসিমকুমার দাসের
মৃত্যু
হয়। বিক্ষুব্ধ
জনতা কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায়
আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।