Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

পুত্র সন্তানের কামনায় ঘরে ঘরে পূজিত হন কার্তিক, জেনে নেব বিস্তারিত

বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২

/ by DNN24LIVE

দেব কার্তিক হলেন যুদ্ধের সেনাপতি, তার বাহন ময়ূর ময়ূর তার বাহন হওয়ার কারণ হল ময়ূর খুব কম ঘুমায় এবং সবসময় সচেতন থাকে, আর একজন যোদ্ধার জন্য এমনি বাহনের প্রয়োজন তাই ময়ূর কার্তিকের বাহন

বাংলায় প্রতি বছর কার্তিক সংক্রান্তিতে পূজিত হন দেব সেনাপতি কার্তিক। রুদ্র দেবতা শিব ও পরম শক্তির দেবী পার্বতীর সন্তান হলেন দেবতা কার্তিক। কার্তিক বৈদিক দেবতা নন, তিনি হলেন পৌরাণিক দেবতা। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে তাঁর পরিচিতি।  কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, মুরুগান, শিখিধ্বজ, অগ্নিজ, বাহুলেয়, শক্তিপাণি, কুমার, সৌরসেনা, দেবসেনাপতি গৌরীসুত, ভৌরবসূতানুজ, শর্জ ইত্যাদি।

বাংলায় যুদ্ধের দেবতা হিসেবে নয় বরং পুত্র সন্তানের কামনায় আরাধনা হয় কার্তিকের। বাংলায় প্রতিটি ঘরে ঘরে মনে করা হয় তাকে আরাধনা করলেই তার মতো সুপুত্রের জন্ম হবে। তাই নতুন দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে আসার এক মজার প্রচলন আছে বাংলায়। তাই সকলেই কার্তিকে ছোটো সন্তান রূপেই পুজো করেন।

ঝালকাঠি শহরের কালিবাড়ি ও কুমারপট্টি মোড়ে মোড়ে কার্তিকের প্রতিমা নিয়ে বিক্রির জন্য বসেছে।তবে তেমন বেচা বিক্রি হচ্ছেনা এখন। সঞ্জিত পাল নামে এক বিক্রেতা প্রতিবিদককে জানান, শহরের মদোনমোহন আখড়ারাড়ি থেকে তিনি বেশ কয়েকটি প্রতিমা নিয়ে আসছেন এখানে বিক্রির জন্য, কিন্তু সকাল ১১টা বাজে ঘড়ির কাটা তখনো তেমন কোন ক্রেতার দেখা মিলেনি এনিয়ে হতাশ। তবে দুদিনে ৫/৭ খানা কার্তিকের প্রতিমা বিক্রি হয়েছে তাও লাভ কমে ছাড়তে হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কার্তিক পূজোর প্রচলন আগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। বাংলা ছাড়াও দক্ষিণ ভারতে অনেক বেশি কার্তিক পূজা হয়ে থাকে। তবে সেখানে রক্ষার দেবতা বা যুদ্ধের দেবতা হিসাবে কার্তিকপূজিত হয়। কার্তিক ঠাকুরকে তামিল ও মালয়াম ভাষায় বলা হয় মুরুগান বা ময়ূরী স্কন্দ স্বামী। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মরিশাসএর মত স্থানে যেখানে তামিল জাতিগোষ্ঠী বিদ্যমান সেখানেই এই রক্ষা কর্তার পূজা হয়।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam