Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

প্রভার নতুন ইঙ্গিত

বুধবার, নভেম্বর ০৯, ২০২২

/ by DNN24LIVE


ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে এখনও নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব প্রভা। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। আগে নেটিজেনরা তার কোনো ছবিতে মন্তব্য করার সুযোগ না পেলেও এখন তিনি সেই অপশন চালু রেখেছেন।

গত সোমবার (৭ নভেম্বর) রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তার চেহারার একপাশ দৃশ্যমান। সেই পোস্টে একটি বার্তা দিয়েছেন এ অভিনেত্রী।

প্রভা লিখেছেন, আপনি সম্ভবত আপনার ত্রুটিগুলো দেখতে এবং সংশোধন করতে পারবেন না, যদি আপনি অন্যের সমালোচনাতে মনোনিবেশ করেন। আপনার সমস্ত কাজের জন্য আপনিই দায়ী।

তিনি আরও লেখেন, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন, তুমি কি করেছ, অন্যরা কি করেছে সে সম্পর্কে নয়। নিজের ওপর ফোকাস করে নিজেকে বাঁচান।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam