Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঝালকাঠি বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী প্রথম নির্বাচন ৩রা ডিসেম্বর

বুধবার, নভেম্বর ১৬, ২০২২

/ by DNN24LIVE


ঝালকাঠি বড় বাজার ক্ষুদ্র ব্যাবসায়ী সমাবয় সমিতি লি: এর আর্ন্তবর্তী কালনি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পহেলা অক্টোবর প্রকাশিত বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী বিজ্ঞপ্তি অনুযায়ী আগামি শনিবার (৩ ডিসেম্বর) সমিতির ব্যাবস্থাপনা কমিটির নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনারের দ্বায়ীত্ব পালন করবেন মো: আব্দুল হান্না মিঞা, সহকারি পরিদর্শক উপজেলা সমবয় কার্যালয় ও আর্ন্তবর্তী কালনি ব্যবস্থাপনা কমিটির প্রধানের দ্বায়িত্ব পালন করবেন মো: ফজলুর রহমান।

ঝালকাঠি বড় বাজার ক্ষুদ্র ব্যাবসায়ী সমাবয় সমিতি লি: এর প্রথম নির্বাচন এটি। বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে একজন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও ৯ জন সদস্যের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিটির অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী সমাবয় সমিতির বিধিমালা/২০০৪ এর ২৭নং বিধির তফসিল ঘোষনার পর আজ মনোনয়ন ফরম বিতারণ করা হয়। এতে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করে। আগামী ২৬ নভেম্বর বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর প্রতিক বরাদ্দ ও ৩ ডিসেম্বর সকাল ১০টায়  নির্বাচন শুরু হবে আর চলবে ৩টা পর্যন্ত।

সাধারণ সম্পাদক প্রর্থী গোলাম রাব্বানী বলেন, এটি ঝালকাঠি বড় বাজার ক্ষুদ্র ব্যাবসায়ী সমাবয় সমিতি প্রথম নির্বাচন। আমি সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম ক্রয় করেছে। আগামী ৩ ডিসেম্বর শনিবার  নির্বাচন সকলের কাছে দোয়া চাই। আমরা চাই এ নির্বাচনের মাধ্যমে বড় বাজার ক্ষুদ্র ব্যাবসায়ীরা তাদের  পছন্দের প্রতিনিধ নির্বাচন করবে। এবং তাদের মাধ্যমে এই বাজার ব্যাবস্থাপনা আরো ভালো সু-শৃংখল ভাবে পরিচালিত হবে।

উপজেলা সমবয় কার্যালয়ের সহকারি পরিদর্শক মো: আব্দুল হান্না মিঞা বলেন, আজ বিকাল ৩টা পর্যন্ত মনোনয়ন বিক্রি চলবে এতে সভাপতি পদে ২, সহ-সভাপতি ৩, সাধারণ সম্পাদক ৩, ও সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছে। আগামী ৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে আর নির্বাচন চলাকালিন সময়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচনে সকল প্রকার সহযোগিতা ও উপস্থিতির মাধ্যমে সুন্দার ও সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam