Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

রাজাপুরে উপ-নির্বাচনে মরিয়ম বিজয়ী

বৃহস্পতিবার, নভেম্বর ০৩, ২০২২

/ by DNN24LIVE


রাজাপুর গালুয়া ইউপি সদস্য মোসাঃ হাফিজা ফিরোজ’র মৃত্যুতে ১, নং ওয়ার্ডটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৯ অক্টোবর নির্বাচন কমিশন এই আসনটিতে তফসীল ঘোষণা করেন, তাতে মনোনয়ন পত্র দাখিল করেন তিন জন এরপর গতকাল বুধবার (২নভেম্বর) সকালে উপ-নির্বাচনে ভোট গ্রহণ হয়। এতে ১৬ ভোট বেশি পেয়ে বই প্রতীকে মরিয়ম বিজয়ী হয়েছে

ওই দিন সকাল ৮টায় ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তেমন চোখে না পরলেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরধারিতে ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই ৩টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিলো ৯৭৬৩ জন। পুরুষ ভোটার সংখ্যা ছিলো ৪৯৭৭ জন এবং নারী ভোটার সংখ্যা ছিলো ৪৭৮৬ জন। এর মধ্যে বই প্রতীকে ১১৪৮ ভোট পেয়ে মোসাঃ মরিয়ম বেগম (টিয়ন) বিজয়ী হয়েছে। রাজাপুর উপজেলা বিএনপির যুগ্নআহব্বায়ক ও গালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মনিরুজ্জামান লাভলু’র স্ত্রী সৈয়দা রেহানা লাবলু বক প্রতীকে ১১৩২ ভোট পেয়েছেন। এবং গালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ হাওলাদার এর পুত্রবধূ মোসাঃ হাফসা আক্তার কলম প্রতীকে ৯৯৭ ভোট পেয়েছেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam