Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঝালকাঠি সদর থানায় নতুন ওসির যোগদান

মঙ্গলবার, নভেম্বর ০৮, ২০২২

/ by DNN24LIVE


ঝালকাঠি সদর থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ নাসির উদ্দীন সরকার।

মঙ্গল বার (০৮ নভেম্বর) অপরাহ্নে ঝালকাঠি সদর থানায় যোগদান করে অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্বভার বুঝে নেন। 


২০০৫ ব্যাচে তিনি পুলিশবাহিনীতে উপপুলিশ পরিদর্শক পদে যোগদান করেন। এর আগে নাসির উদ্দীন সরকার অফিসার ইনচার্জ হিসেবে চট্রগ্রাম চন্দনাইশ থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।


ঝালকাঠি সদর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দীন সরকার পাবনা জেলার বেড়া থানার আলহেরা গ্রামের মৃত আফতাব উদ্দিন সরকারের ছেলে। কর্মজীবনে তিনি দক্ষতা ও সততার সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করেছেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam