Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

অস্ত্রের মুখে বেঁধে ঝালকাঠিতে ডাকাতির অভিযোগ

মঙ্গলবার, জানুয়ারী ০৩, ২০২৩

/ by DNN24LIVE

ঝালকাঠিতে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে রেখে এক বাড়িতে ডাকাতির হওয়ার অভিযোগ উঠেছে। জেলা শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকায় গতরাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক বাদল মুন্সি জানান, ১০ থেকে ১৫ জনের ডাকাতদল দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাড়ির মালিক বাদল, তার স্ত্রী এবং দুই ছেলেকে পৃথক দুটি কক্ষে বিছানার ওপর বেঁধে রেখে ডাকাতি চালায়। পরে মোবাইল ফোন, স্বানাংলকার ও নগদ টাকা নিয়ে ডাকাতদল র্নিবিঘ্নে চলে যায়। খবর পেয়ে সকালে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় তদন্ত করে আইগত ব্যবস্থা নেয়া হবে।


Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam