১৪ দলের মুখপত্র ও ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপিকে অগামী দিনেও ভোট প্রধানের মধ্যদিয়ে আমাদের এই উন্নায়নের দ্বারা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ, ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
ঝালকাঠি
জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়া অ্যাড. খান সাইফুল্লাহ পনিরকে শনিবার
রাতে কেওড়া ইউনিয়নের পিপলিতায়
১, ২, ৩ নং ওয়ার্ড
আওয়ামীলীগের গণ সংবর্ধনা অনুষ্ঠানের
প্রধান আতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি
বলেন, আমাদের নেতা আলহাজ্ব আমির হোসেন আমু উন্নায়নের দ্বারক ও বাহক যিনি উন্নায়ন ও
দর্শনে এই অঞ্চলে জননেত্রী শেখ হাসিনার আদর্শ দর্শন জাতীর জনক বঙ্গবন্ধুর দর্শনে বিশ্বাসী
হয়ে এই এলাকার মানুষের উন্নায়ন করছে তাই অগামী দিনেও তাকে ভোট প্রধানের মধ্যদিয়ে এই
উন্নায়নের দ্বারা অব্যাহত রাখতে হবে।এলাকার সন্তান হিসেবে দ্বয়িত্ব আছে চেস্টা করবো
এই ইউনিয়নের সকলকে সাথে নিয়ে যথাসাদধ্য কাজ করব। আশাকরি পচঁবছর ইউনিয়নের ছোট সমস্যা
গুলো সামাধান করা সম্বব এবং সব জায়গায়ই কাজ করতে হবে।
ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি বিএম আরিফ
হোসেন মিন্টুর সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য সামসুল
ইকরাম পিরু, হোসনে আরা
মান্নান, জেলা আইনজীবী সমিতির
সাধারণ সম্পাদক এ্যাড. বনি আমীন
বাকলাই, সদর উপজেলা আওয়ামীলীগের
সভাপতি আব্দুর রশিদ হাওলাদার,
কেওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
আবু সাঈদ খান।
কেওড়া
ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহফুজুর
রহমান স্বপনের সঞ্চলনা করেন। এসময় ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।
