Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

শবে বরাত উপলক্ষে হতদারিদ্রদের মাঝে নারী নেত্রীর উপহার সামগ্রী বিতারণ

বুধবার, মার্চ ০৮, ২০২৩

/ by DNN24LIVE


শবে বরাত উপলক্ষে দুইশত পঞ্চাশ অসহায় হতদারিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতারণ করলেন জেলা যুব মহিলালীগের নারী নেত্রী রিপা আক্তার 

রিপা আক্তার ঝালকাঠি জেলা যুব মহিলালীগের সহ সভাপতি রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশ কাঠি এলাকার বাসিন্দা

মঙ্গলবার দুপুরে ৭নং ওয়ার্ডের কানুদাশ কাঠির নিজেস্ব বাস ভবনে ইউনিয়নের দুইশত পঞ্চাশ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতারণ করেন ওই নারী নেত্রী

রিপা বলেন, শবে বরাতের রাত মুসলমানদের জন্য একটি পুন্যময় রাত। এই রাতে সকল মুসলিম পরিবারের নারী পুরুষ ইবাদাত বন্ধেগীর মধ্যে দিয়ে পার করে। এর পাশাপাশি প্রতিটা পরিবার এই রাতে বিভিন্ন রকমের খাদ্যসামগ্রী তৈরি করে থাকে। আর এই কারনেই গালুয়া ইউনিয়নের অসহায় হতদারিদ্র পরিবারের মাঝে কেজি করে উপহার সামগ্রী দিয়েছি। যাতে করে অন্তত শবে বরাতের দিনটি তাদেরও সাচ্ছন্ধে কাটে। 

আজকে রিপা আপার দেয়া এই উপহার পেয়ে অত্যান্ত আনন্দিত। এসময় জেলা যুব মহিলালীগের নারী নেত্রী রিপা আক্তার প্রান বরে দোয়া করেন বিলকিছ বেগম, জসিমসহ অসহায় হতদারিদ্র পরিবারের আনেকে।

এসময় জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মোসাম্মাৎ সামিরা আক্তার, ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল বাতেন, মোয়াজ্জেম হোসেন ফারুক উপস্থিত ছিলেন

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam