Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

কাঠালিয়ায় আওয়ামী লীগ নেতাকে কু’পি’য়ে হ’ত্যা

বৃহস্পতিবার, অক্টোবর ০৩, ২০২৪

/ by DNN24LIVE

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় পুর্ব বিরোধের জেরে জাফর আলী খান নামের এক আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (৩ অক্টোবর) রাতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল কাঁঠালিয়া ভান্ডারিয়া সীমানা এলাকায় তাকে কুপিয়ে জখম করে তারা।

স্থানীয়রা জাফর আলী খানকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

নিহত জাফর আলী খান (৪৫) ওই গ্রামের মুনসুর আলী খানের ছেলে ও আওরাবুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, উত্তর চড়াইল গ্রামের জাফর আলী খানের সাথে পাশর্^বর্তী ভান্ডারিয়া উপজেলার পুর্ব মাটিভাংগা গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিজানের সাথে বন্ধুত্ব ছিল। উভয়ের বাড়ীতে নিয়মিত আসা যাওয়া করতো তারা। এক পর্যায় জাফরের স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করে মিজান। বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পুর্ব মাটিভাংগা গ্রামের সাবেক স্কুল শিক্ষক মো.আমিনের জানাজা শেষে বাড়ী ফিরছিল জাফর। এসময় কাঠালিয়া-ভান্ডারিয়া সীমান্তের ফকির বাড়ী ব্রীজের ওপর ধারালো দাও দিয়ে কুপিয়ে জখম করে নিজাম ও তার লোকজন।

গৌরিপুর ইউনিয়নের মাটিভাংগা গ্রামের ইউপি মেম্বার মো.মানিক ফকির জানান, স্ত্রীকে ফুসলিয়ে নেওয়ার ঘটনায় দীর্ঘদিন ধরে মিজানের সাথে দ্ধন্ধ চলছে জাফরের। এনিয়ে বহুবার শালিস বৈঠক হলেও বিষয়টির কোন সমাধান হয়নি।

থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, নিহতের বাড়ী কাঠালিয়া থানা এলাকায়। ঘটনাস্থল পিরাজপুরের ভান্ডারিয়া এলাকায় তাই ওই থানায় মামলা হবে।

ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) মিলন মন্ডল জানান, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের আটকের জোর প্রচেষ্টা অব্যহত আছে।

The post কাঠালিয়ায় আওয়ামী লীগ নেতাকে কু’পি’য়ে হ’ত্যা appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/gD2bi6C
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam