Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

কাঠালিয়ার উপসহকারি কৃষি অফিসারকে কুপিয়ে জখম, আটক-১

রবিবার, অক্টোবর ১৩, ২০২৪

/ by DNN24LIVE

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা কৃষি অফিসের উপসহকারি কৃষি অফিসার অনুপম হাওলাদার পলাশকে কাচের গ্লাস দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূর্বৃত্তরা। শনিবার (১৩ অক্টোবর) বিকেলে বরগুনা জেলার বামনা উপজেলা সদরের আমতলী গ্রামের আখড়া বাড়ীর দুর্গা পুজা মন্ডপের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুধন্য নামের একজনকে আটক করেছে পুলিশ। তবে কি কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে তাহার সঠিক কারণ জানা যায়নি। আহত অনুপম হাওলাদার পলাশ (৪০) বরগুনা জেলার বামনা উপজেলা সদরের আমতলী গ্রামের বাসিন্ধা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ওসি মো.হারুন অর রশীদ ও কাঠালিয়া উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম।

স্থানীয়রা জানান, শনিবার বেলা ১টার দিকে আমতলী গ্রামের আখড়া বাড়ীর পুজা মন্ডপের সামনের বসা ছিল পলাশ। এসময় পাশর্^বতী দক্ষিন আমতলী গ্রামের জীতেন্দ্র নাথ খোকার ছেলে সুদেব হাওলাদার পানির (কাচের) একটি গ্লাস দিয়ে হঠাৎ পলাশের মাথায় কোপ দেয়। মৃত্যু নিশ্চিত করার জন্য কোপ দিয়ে গøাসটি তার মাথায় চেপে ধরে। পলাশের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পলাশকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ইমরান বিন ইসলাম জানান, অফিসের অপর উপসহকারি কৃষি অফিসার হাসিবুর রহমানের মাধ্যমে জানতে পারি, উপসহকারি কৃষি অফিসারকে কুপিয়ে জখম করা হয়েছে। বিষয়টি দুঃখজনক। এর সঠিক বিচার দাবী করেন তিনি।

বামনার থানার ওসি মো.হারুন অর রশীদ জানান, এঘটনায় সুদেবের বড় ভাই সুধন্য হাওলাদারকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

 

The post কাঠালিয়ার উপসহকারি কৃষি অফিসারকে কুপিয়ে জখম, আটক-১ appeared first on কাঠালিয়া বার্তা.



from বরিশাল Archives - কাঠালিয়া বার্তা https://ift.tt/tRv3g1b
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam