প্রতিনিধি | ঝালকাঠি
ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে গণভোটের প্রচার-প্রচারণা বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (তারিখ) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন–এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
কর্মশালায় গণভোটের গুরুত্ব, গণভোট সম্পর্কিত প্রচার কৌশল, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের কাছে সঠিক ও নির্ভরযোগ্য নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ গণভোট ও নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিষয়ভিত্তিক তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার।
কর্মশালায় ঝালকাঠির বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।




