Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

দাখিল পরীক্ষায় মাদরাসা শিক্ষাবোর্ডে দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা, আনন্দের জোয়ার!

শুক্রবার, জুলাই ১১, ২০২৫

/ by DNN24LIVE


দাখিল
পরীক্ষায় মাদরাসা শিক্ষাবোর্ডে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা। এবারের দাখিল পরীক্ষায় মাদরাসা থেকে ৪২৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২২৭ জন জিপিএ- অর্জন করেছেন। আর মাদরাসাটি এবছর শতভাগ পাসের হারে দেশসেরা স্থান দখল করেছে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদের প্রতিষ্ঠিত এই মাদরাসা থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা ৫৪% জিপিএ- এবং ৯৯.৭৭% পাসের হার নিয়ে সাফল্যের নতুন ইতিহাস গড়েছে। তিনি বলেন, “ সাফল্য শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল।

এদিকে অন্যান্য মাদরাসা স্কুলের ফলাফলও আনন্দের খবর বয়ে এনেছে ঝালকাঠিবাসীর জন্য।
দারুন্নাজাত আলিয়া মাদরাসায় পাসের হার ৯৬%, তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় ৯৭%, শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন পাস করেছেন, জিপিএ- পেয়েছেন জন।

কুতুবনগর আলিম মাদরাসার ৩৮ জনের মধ্যে ৩৪ জন পাস করেছেন, জিপিএ- পেয়েছেন জন। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১ জন পাস করেছেন।

এছাড়া ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ২২২ জনের মধ্যে ২১২ জন পাস করেছেন, ৫৪ জন জিপিএ- পেয়েছেন। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জনের মধ্যে ২১২ জন পাস করেছেন আর জিপিএ- অর্জন করেছেন ৫৮ জন শিক্ষার্থী।

ঝালকাঠির শিক্ষাপ্রেমী মানুষজন আশা করছেন, এই ধারাবাহিক সাফল্য নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষার শহর হিসেবে ঝালকাঠির সুনাম আরও সমৃদ্ধ করবে। শিক্ষার্থীদের এই অর্জন আগামী দিনগুলোতে দেশ গড়ার পথে তাদের দৃঢ় ভিত্তি হয়ে থাকুক কামনা সকলের।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam