চলমান ভাস্কর্য ইস্যুতে আলাপ আলোচনার মাধ্যমে আলেমদের সঙ্গে ঐক্যমতে পৌঁছাতে পারবো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সচিবালয়ে আলেমদের সঙ্গে বৈঠক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আলোচনা অনেক দূর এগিয়েছে। যেহেতু আমরা আলোচনা শুরু করেছি শীঘ্রই এর একটি ফলপ্রসূ ফলাফলও পাবেন। তারা যে ৫টি প্রস্তাব দিয়েছেন সেসব নিয়ে আলোচনা চলবে। ধর্মীয় বিধান মেনেই আমরা চলছি, চলবো। আবার সংবিধানের বাইরেও যাবো না।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সোমবার রাত কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে আলেমদের একটি প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠকে আলোচনা সফল হয়েছে বলে দাবি করেছেন আলেম সমাজের শীর্ষ নেতারা।