ডিএনএন ডেস্ক: মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের হাতে (১৪ই ডিসেম্বর) এ দিনে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখকসহ বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা হয়।
সোমবার
বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগের আযোজনে
পৌর ঘেয়াঘাট এলাকায় শহীদ বুদ্ধিজীবী
দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এসব কথা বলেন।
তিনি
বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলা এসে যেন মেধাশুন্য একটা জাতি পায় আর মেধাশূন্য জাতি
যদি হয় তাহলে বঙ্গবন্ধু সোনার বাংলা স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেনা এটা
ওরা ধরে নিয়েছিল। আমরা সাময়ীক ক্ষতিগ্রস্থ হলেও কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধুর নেতৃত্বে
এই বাংলায় অসংক্ষ মেধাবীদের পাশে আজকে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ
সোনার বাংলায় বাস্তবে রুপান্তরিত হচ্ছে।
অনুষ্ঠানে
জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো: শাহ আলমের সভাপতিত্ব করেন।
আলোচনা
শেষে দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ নেতাকর্মীসহ অঙ্গসংগঠন ও স্থানীয়
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।